সবাইকে শুভেচ্ছা বন্ধুরা। আশা করি ভালো আসেন। আমরা একে অপরের সাথে কথা বলা জন্য বিভিন্ন অপারেটরের সিম ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের অনেকেই সকল আপরেটরের ব্যালেন্স ও ইন্টারনেট ব্যালেন্স জানতে অসুবিধা হয় । জরুরি প্রয়োজনে বিভিন্ন সময় এসব ক্ষুদ্র বিষয়গুলো আমাদের বড় সমস্যায় ফেলে দেয়,নানা ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় । তাই আমি আজকে আপনাদের সকল সিমের নাম্বার, ব্যালেন্স ও ইন্টারনেট ব্যালেন্স জানার কোড গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
গ্রামীনফোন সিমে টাকা দেখার কোড:
USSD মেনু *111#
ব্যালেন্স জানতে *৫৬৬#
নাম্বার জানতে *১১১*৮*২# অথবা *২#
রিচার্জ করতে *৫৫৫* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১
রবি সিমে টাকা দেখার কোড:
USব্যালেন্স জানতে *২২২#
SD মেনু *140#
নাম্বার জানতে *১৪০*২*৪#
রিচার্জ করতে *১১১* গোপন নাম্বার #
: কাস্টমার কেয়ার : ১২৩
বাংলালিংক সিমে টাকা দেখার কোড:
USSD মেনু *789#
নাম্বার জানতে *৫১১#
ব্যালেন্স জানতে *১২৪#
রিচার্জ করতে *১২৩* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১
এয়ারটেল সিমে টাকা দেখার কোড:
USSD মেনু *121#
ব্যালেন্স জানতে *৭৭৮#
নিজের নাম্বার জানতে *১২১*৬*৩#
রিচার্জ করতে *৭৮৭* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ৭৮৬
টেলিটক সিমে টাকা দেখার কোড:
ব্যালেন্স জানতে *১৫২#
নিজের নাম্বার জানতে *551#
রিচার্জ করতে *১৫১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১
আশা করি এই পোষ্ট অনেক উপকারে আসবে। পরবর্তীতে আরো নতুন পোষ্ট নিয়ে আলোচনা করবো।সবাইকে ধন্যবাদ।