আসসালামুআলাইকুম, সবাইকে! কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি আর্টিকেল নিয়ে আবারও। সবুজ পাঞ্জাবি নিয়ে কবিতা, পূর্বের একটি আর্টিকেলে আমরা নীল পাঞ্জাবি নিয়ে কয়েকটি স্ট্যাটাস শুনেছিলাম। আজকে আমরা সবুজ পাঞ্জাবি নিয়ে কয়েকটি স্ট্যাটাস শুনবো। সবুজ রঙ আমাদের অনেকের বেশ পছন্দের একটি রং। সবুজ রঙ নিয়ে কত কবিতা, ছন্দ যে আছে। আজকে এই সবুজ রঙের পাঞ্জাবি নিয়ে কবিতা আর স্ট্যাটাস শুনবো। আপনারা যাঁরা পাঞ্জাবি পড়তে অনেক ভালোবাসেন তাদের আশা করছি কবিতাটি আর স্ট্যাটাস গুলো অনেক ভালো লাগবে।
সবুজ পাঞ্জাবি নিয়ে ছোট একটি কবিতা:
কবিতাঃ মনে আছে কি?
তোমার ঐ নীল শাড়ি,
আর আমার ঐ সবুজ পাঞ্জাবি!
মনে আছে কি?
আকাশের সাথে রাঙানো ,
পাখিদের সাথে মিশে যাওয়া দিনটি!
মনে আছে কি?
আবিরে রাঙানো তোমার সেই মুখ,
আর মুখে ভরা মিষ্টি হাসি!
মনে আছে কি?
বসন্ত বাতাসের কথা,
তোমার চোখের সেই গল্প!
মনে আছে কি?
কবিতার মূলভাবঃ সবুজ পাঞ্জাবি নিয়ে মূলত একটি ছোট রোমান্টিক কবিতা “মনে আছে কি?”। প্রথম চরণের অর্থ হলো প্রিয় মানুষের পড়নে টাকা নীল শাড়ি আর কবির পড়নে থাকা সবুজ পাঞ্জাবি পড়া সেই মুহূর্তগুলো কি কবির প্রিয় মানুষের মনে আছে? আকাশের সাথে রাঙানো অর্থাৎ আকাশের রঙে রঙানো দিনটি আর পাখিদের সাথে মিশে যাওয়া অর্থাৎ আকাশের পানে পাখিদের সাথে উড়ে হারিয়ে যাওয়ার অনুভূতি প্রকাশ করা হয়েছে এখানে। আবিরে রাঙানো কবির প্রিয় মুখটি আর তার মুখের মিষ্টি হাসিটা মনে কি আছে কবির মনের মানুষের। বসন্ত বাতাসের কথা এই কবির প্রিয় মানুষের চোখের গল্প ভরা দিনটি কি কবির প্রিয় মানুষের মনে আছে। পুরো কবিতা জুড়ে কবি তার প্রিয় মানুষকে জিজ্ঞেস করেছেন কবির সাথে কাটানো সেসব মুহূর্ত গুলো তার প্রিয় মানুষের কি মনে আছে কিনা।
পাঞ্জাবি উপহার সম্পর্কিত স্ট্যাটাসঃ
- তোমায় পাঞ্জাবি উপহার দেওয়ার কারণ ছিল সেই দিনটি, যেদিন তুমি আমায় শাড়ি দিয়েছিলে। তাইতো তোমার সাথে মানিয়ে নিতে তোমায় আমি পাঞ্জাবি দিয়েছি।
- আমায় যদি কখনো কোনো উপহার দাও তবে পাঞ্জাবি দিও। কারণ ছেলেদেরকে পাঞ্জাবিতে দেখতে অনেক সুন্দর লাগে।
- বসন্তের বিকেলে তোমার সাথে ঘুরতে যাওয়ার জন্য তোমাকে দিলাম সবুজ পাঞ্জাবিটা। কাল থেকে পড়ে এসও কিন্তু!
- ভালোবাসা দিবসের ভালোবাসা স্বরূপ তোমাকে দিলাম সবুজ পাঞ্জাবি, ধরে নিও এটা আমাদের ভালোবাসার প্রথম উপহার।
- ধরো কোনো এক বিকেলে উপহার হিসেবে দিলাম তোমায় পাঞ্জাবি, তোমার কেমন লাগবে গো!
- প্রিয় মানুষের দেওয়া উপহারগুলো সবসময় একটু বেশি জোস থাকে। সেটা যদি হয় পাঞ্জাবি তাহলেতো আর কিছু বলার অপেক্ষা রাখে না।
বন্ধুরা আজকের আর্টিকেলটা ছিল এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে জানাবেন কিন্তু, আল্লাহ হাফেজ। এ ধরনের আর্টিকেল আরও পড়তে আমার প্রোফাইল: https://grathor.com/user/shuvo017/?profiletab=posts । Grathor ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/grathor.official/
Related keyword:
সবুজ পাঞ্জাবি নিয়ে কবিতা
লাল পাঞ্জাবি নিয়ে কবিতা
হলুদ পাঞ্জাবি নিয়ে কবিতা
কালো পাঞ্জাবি নিয়ে কবিতা
সাদা পাঞ্জাবি নিয়ে কবিতা