আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকের বিষয়ঃ সমুদ্র নিয়ে ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস, River Quote । তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
সমুদ্র নিয়ে ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস, River Quote
সমুদ্র সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। বিন্দু বিন্দু জল মিলেই বিশাল এই সমুদ্রের সৃষ্টি। সকল নদ নদী নালার উৎপত্তি হয় বিশাল সমুদ্র থেকে। তাই সমুদ্র আমাদের সকলের কাছে বিশেষ কিছু। সমুদ্র পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে।সমুদ্রের বিশাল জলরাশি যখন আছড়ে পড়ে তীরে তখন মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সমুদ্রের সামনে গেলে নিজে নিজেই আপনি আবেগ এ পড়বেন। সমুদ্র মনের সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে সাহায্য করে। বন্ধুত্ব নিয়ে ক্যাপশন
সমুদ্র মনকে উদার করে। যাবতীয় সকল ক্লান্তি অবসাদ ভুলিয়ে দেয়। তাই সমুদ্র ভ্রমন সকলের কাছে খুবই আকাংখিত একটি ভ্রমনের নাম। জীবনে একবার হলেও সকলেই সমুদ্র ভ্রমণে যেতে যায়। তাই কখনো সমুদ্র ভ্রমনে গেলে সেই ব্যক্তি এই মূহুর্তগুলো ধরে রাখতে চায়। সেই মূহুর্তগুলোই পরবর্তীতে স্নৃতি হিসেবে শোভা পায় তার সোশ্যাল মিডিয়াতে। সমুদ্র তাই সকলের কাছে দুঃখ অবসাদ দূর করে সুখ খুঁজে নেওয়ার এক পরম জায়গা। তাই সমুদ্র নিয়ে তাই গুনিজনদের বানী কিংবা উক্তির অভাব নেই।
নিচে সমুদ্র নিয়ে ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস, River Quote তুলে ধরা হলোঃ
সমুদ্রের কাছে আমি শিখেছি যে, একজন ব্যক্তির কতটুকু প্রয়োজন, কতটা প্রয়োজন তা নয়।
আমি স্বাধীনতা, মুক্ত বাতাস এবং দু: সাহসিক কাজ চেয়েছিলাম। এগুলো আমি সমুদ্রের মাঝেই পেয়েছি।
সমুদ্রের শব্দ আত্মার সাথে কথা বলে।
সমুদ্রের গন্ধ নাও এবং আকাশ কে অনুভব করো ।
বসে বসে অপেক্ষা করবেন না। সেখান থেকে বেরিয়ে আসুন, জীবন অনুভব করুন। সূর্য স্পর্শ করুন, এবং সমুদ্রের মাঝে নিমজ্জিত হোউন ।
আমার সাথে দেখা করুন যেখানে আকাশ সমুদ্রকে স্পর্শ করে। আমার জন্য অপেক্ষা করুন যেখানে পৃথিবী শুরু হয়।
রোদে থাকুন, সাগরে সাঁতার কাটুন, বনের বাতাস গ্রহন করুন।
আমরা কেন সমুদ্রকে ভালবাসি ? কারণ আমরা ভাবতে পছন্দ করি এবং কিছু চিন্তা করার জন্য এটিতে কিছু শক্তি রয়েছে।
আপনি যে পানির প্রতিটি ফোঁটা পান করেন, প্রতিটি নিঃশ্বাস নিন, আপনি সমুদ্রের সাথে যুক্ত। আপনি পৃথিবীতে কোথায় থাকেন তা বিষয় নয়।
আমি আবার একা আছি এবং আমিও চাই সুন্দর আকাশ ও খোলা সমুদ্রের সাথে একা থাকতে।
মন খারাপ থাকলে পাহাড়ের উপর অথবা সমুদ্রের পাড়ে দাঁড়ান, মন ভালো হয়ে যাবে।
মানুষ সমুদ্রকে গ্রহণ করেনা সমুদ্রই সঠিক মানুষকে খুজে নেয়
সমুদ্র মানুষকে বিনয়ী করে কারণ সমুদ্রের কারণে সে জানতে পারে দুনিয়াতে সে কতটা তুচ্ছ
আজ এই পর্যন্তই। পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।
দুঃখের বিষয় আমি কখনও সমুদ্র বাস্তবে দেখিনি।
Amazing
keep it up
Good