আমরা অনেকেই নতুন ফটো এডিট বা গ্রাফিক্স এর কাজ শিখতে চাচ্ছি বা শিখছি । এমতাবস্থায় অনেকেই হয়তো পারছিনা এডবির সফটওয়্যার গুলো ডাউনলোড করতে বা করতে পারলেও সেগুলো পেইড সফটওয়্যার হওয়াতে তাতে টাকার প্রয়োজন হচ্ছে । তাই যারা একেবারেই নতুন তাদের জন্য এই পন্থা ঠিক লাগছে না আবার অনেকেই কাছে মাস্টার কার্ড না থাকার কারনেও ডাউনলোড করতে পারছে না এডবির সফটওয়্যারগুলো । বর্তমার বাজারে গ্রাফিক্স এর কাজের জন্য বা ফটো এডিট করার জন্য প্রায় ৯৫% মানুষেই ব্যবহার করছে এই এডোবির সফটওয়্যার । কিন্তু আপনি কি জানেন হুবহু এডবির ইলাস্ট্রাটর ও ফটোশপের মতই ফাংশন নিয়ে বাজারে অনেকেই পছন্দের সফটওয়্যার হয়ে উঠেছে যে সফটওয়্যার তাঁর নাম এফিনিটি (Affinity) এই নামের সফটওয়্যার কোম্পানির দুই ধরনের সফটওয়্যার বাজারে নতুন করে আলোরন স্রৃষ্টি করেছে যারা গ্রাফিক্স এর কাজ করতে চান তাদের জন্য (Affinity Designer) এবং যারা ফটো এডিক করতে চান তাদের জন্য (Affinity photo) যা কিনা এডবির সফটওয়্যার গুলোর চাইতে কোন অংশে কম নয়। বিশেষ করে যারা নতুন গ্রাফিক্স সম্পর্কিত কাজ করছেন তাদের জন্য এই সফটওয়্যার খুবই কার্যকারি বলে আমি মনে করি । অনেক সহজেই এর টলস গুলো আপনি আয়ত্য করতে পারবেন । এটি সম্পূর্ন ফ্রি সফটওয়্যার হওয়াতে আপনি এটি ডাউনলোড করতে পারবেন অতি সহজে এবং কোন টাকা ছাড়াই । তবে এই সফটওয়্যার শুধু মাত্র ৬৪ বিট এর উইন্ডোজ সম্বলিত কোম্পিউটা কিংবা লেপটবেই সাপোর্ট করবেন । সাথে সাথে যারা নাকি আইফোনের টেবলেট ফোন ব্যবহার করছেন তাদের জন্য আছে আলাদা ভাবে বানানো টেবলেট ফোনে সাপর্ট করে এমন সফটওয়্যার । এখানে আপনি অতি সহজে এর টলস গুল আয়ত্য করে নিতে পারবেন । বর্তমানে এখন এই সফটওয়্যার এ কাজ করছে অনেক গ্রাফিক্স ডিজাইনার ও ফটো এডিটর । কেননা এডোবির সফটওয়ারে যা টুলস আছে তাঁর প্রায় সবই আছে এখানে পার্থক্যও আছে অনেক এডবির সফটওয়ারের টুলস গুলো যারা নতুন তাদের বুঝতে বেশ সময় লেগে যায় কিন্তু এটি দিয়ে কাজ করলে আপনি অতি সহজেই বুঝে নিতে পারবেন ও আয়ত্য করে নিতে পারবেন গ্রাফিক্স সম্পর্কিত কাজ গুলো । আর এডবির সফটওয়ার গুলো ডাউনলোড করে ব্যবহার করতে আপনাকে গুনতে হবে বেশ কিছু টাকা কিন্তু আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে কোন পেইড করতে হবে না । আবার অনেকেই টাকা নিয়ে এডবির সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে চাইলেও মাস্টার কার্ড না থাকার কারনে পারছেন না ডাউনলোড করে ব্যবহার করতে । তাঁই আমি আপনাদের বলবো যেহেতু এটি একদম ফ্রি সফটওয়্যার তাঁর দেখুন না একবার ডাউনলোড করে । কত সহজেই কাজ করা যায় এই সফটওয়্যার এর মাধ্যমে । আর এর ফাইলগুলো অনেক হালকা হওয়াতে খুব সহজেই ব্যবহার করা যায় সে কোন সাইতে । এখানে আপনি ফাইল এক্সপোর্ট করতে চাইলে AtuoCAD Dowing(DWG), Auto CAD Interchange File (DXF), BMP, CSS, Enhanced Metafile (EMF), filash
, JPED(JPG), Macintosh PICT(PCT) , PSD, PNG, Tagra (TAG), Tast Format(TXT), TIFF(TIF),
Eindows Metafile(WMF), EPS- এর সকল ফরমেটে এক্সপোর্ট করতে পারবেন অতি সহজেই । আমি এখানে লিংক দিয়ে দিলাম দেখতে পারেন এগুলো ডাউনলোড করে । এরকম আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন । ধন্যবাদ ।
https://www.malavida.com/en/soft/affinity-designer/download
https://www.techspot.com/downloads/7044-affinity-photo.html
এছাড়াও সরাসরি এফিনিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে ঃ https://affinity.serif.com/en-gb/
Good post
Ok
Nice