সাংবাদিকতায় ক্যারিয়ার

সাংবাদিকতায় ক্যারিয়ার

 

সাংবাদিকতা হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের এক নেশা।  সাংবাদিকতায় যে কেউ গড়ে তুলতে পারে তার পেশা। সাংবাদিকতা জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে দেশের বর্তমান প্রেক্ষাপটে। অজানাকে জানা, অদেখাকে দেখা, আর চ্যালেঞ্জিং অভিজ্ঞতার মুখোমুখি হতে সাংবাদিকতার কোনো বিকল্প নেই।  আপনিও চাইলে হয়ে উঠতে পারেন ভালো সাংবাদিক।

সাংবাদিকতায় একদিকে দেশ ও জনতার পক্ষে কাজ করা হয়, অপর দিকে নিজেকেও গড়ে তোলা যায় অন্য দশজনের তুলনায় একটু ভিন্ন। সাংবাদিকতাকে ভালোবাসতে পারলে, আপনার বদলে যেতে পারে ভাগ্য, সাংবাদিকতা আপনাকে একদিকে দেবে সম্মান, অন্য দিকে উন্নত ক্যারিয়ার সম্পন্ন লাইফস্টাইল।

সাংবাদিকতা করলে আপনি ইচ্ছে মতো যে কোনো জায়গায় প্রবেশ করতে পারেন আপনার পরিচয় দিয়ে, যা অন্য কোনো পেশায় সম্ভব নয়। দেশের প্রথিতযশা লোকদের সাথে মেশার সুযোগ তো রয়েছেই।  জ্ঞানী,গুনি যে কারো সান্নিধ্য আপনি লাভ করতে পারেন সাংবাদিকতায় এসে। জীবনকে একটু ভিন্ন ভাবে দেখতে চাইলে সাংবাদিকতায় আসতে পারেন।

একদিকে আপনার পরিচিতি যেমন বাড়বে, অন্যদিকে আপনি হয়ে উঠতে থাকবেন সবার প্রিয়, একনামে আপনাকে চেনার অন্যতম একটি মাধ্যম হলো সাংবাদিকতা।

যে কোনো ঘটনার পেছনের ঘটনা আপনার মাধ্যমেই উঠে আসবে সবার মাঝে, আপনি প্রশ্নন করবেন, আপনার জিজ্ঞাসু মনের চাহিদা অনুযায়ী বের করে আনবেন তথ্য, আপনি হয়ে উঠবেন মনের ভেতরের কথার উদ্যেক্তা। সাংবাদিকতায় জীবনের রং খুজে পাবেন আপনি, জীবনকে অন্য দশ জনের চাইতে একটু আলাদা করে দিতে পারে সাংবাদিকতা।

সাংবাদিকতা একটি নেশা, এই নেশা তৈরি করুন, পথ চিনতে সাহায্য করবে আপনাকে,দেখবেন জীবনের কত কাক আর কত মোড়!  কত মানুষের কত রকমের গল্প থাকবে, কত মানুষের কত রকমের জীবনের ইতিহাস, কত না জানা গল্প, কত রোমাঞ্চকর কিছু আপনার সামনে আসবে,  মোট কথা এক অন্যরকম জীবনের সন্ধান দিবে সাংবাদিকতা।

আপনি যদি একটু ব্যতিক্রমী লাইফস্টাইল চান, একটু ভিন্নতর কিছু খুজতে চান জীবনে, তাহলে সাংবাদিকতাকে নিতে পারেন অনায়াসে ক্যারিয়ার গড়ার সুযোগ হিসেবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে থাকছে সাংবাদিকতায় অনার্স করার সুযোগ। নিজেকে গড়ে তুলতে বেছে নিতে পারেন সাংবাদিকতার মত বিষয়।

আপনাকে দেশ চিনবে,দশ চিনবে একটু অন্যরকম ভাবে, আপনি হয়ে উঠতে পারেন গুরুত্বপূর্ন কেউ একজন,  স্বপ্ন সাঁজাতে পারেন নিজের মত করে,  তাই দেরী কেন, বেছে নিন সাংবাদিকতাকে, আপনি হয়ে যেতে পারেন, দেশ সেরা সাংবাদিক।

Related Posts

7 Comments

মন্তব্য করুন