প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকাল আমরা সবাই কমবেশি একটা স্মার্টফোন ব্যাবহার করে থাকি। মানুষের চাহিদা অনুযায়ী বর্তমানে বাজারে সল্প মূল্য থেকে উচ্চ মূল্যের স্মার্টফোন পাওয়া যায়। কিন্তূ আমরা বেশিরভাগ ব্যাবহারকারী আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল না
হওয়ার কারণে সাধারণ স্মার্টফোনগুলো কিনে থাকি। আমি আজকে আপনাদের সামনে এমন একটি স্মার্টফোন এর রিভিউ তুলে ধরছি যেটি সল্প মূল্যের চমৎকার ফিচার সমৃদ্ধ একটি স্মার্টফোন। এটি ওয়ালটন কোম্পানির একটি আকর্ষণীয় ফোন যার মডেল NF2+ . ফোনটির স্পেসিফিকেশন নিম্নরূপ:-
👉 স্ক্রিন ৬”
👉 ওজন ১৮৪ গ্রাম (ব্যাটারি সহ)
👉 মেমোরি :- রেম – ২ জিবি; রম – ১৬ জিবি (যা ৩২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে)
👉 ক্যামেরা :- ব্যাক- ৮ এমপি ; সেলফি/ফর্ন্ট – ৫ এমপি
👉 ব্যাটারি ৩৩০০ এম এ এইচ (লিথিয়াম পলিমার)
👉 ওয়াইফাই ৮০২.১১ b/g/n
👉 ইউএসবি v২.০
👉 ব্লুটুথ v৪.০
👉 সেন্সর :- accelerometer, gyroscope, light sensor, proximity sensor, hall sensor, GPS, 1.3 Quad core processor, Mali 400 GPU.
👉 সিম ডুয়াল সিম স্ট্যান্ডবাই
আর বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোন টি আমিও বর্তমানে ব্যাবহার করছি খুব ভালোভাবেই। ফোনটির মূল্য মাত্র ৮১৯০ টাকা। শাশ্রয়ী মূল্যের চমৎকার এই ফোনটি আমার কাছে ভালই লেগেছে। তো বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই ফোনটি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ….