আসসালামুআলাইকুম বন্ধুরা । আশা করি আপনারা সকলেই ভাল আছেন । এই আর্টিকেলটিতে আমি মূলত বিভিন্ন ধরনের কীবোর্ড সম্পর্কে আপনাদের ধারণা দেবো ।মূলত কিবোর্ড এর রিভিউ নিয়ে আমাদের আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে ।আপনারা যারা এই ওয়েবসাইটে কাজ করেন তাদের মধ্যে অনেকেই মোবাইল ফোন ব্যবহার করে কষ্ট করে টাইপ করে আয় করেন । অনেকে হয়তো বা ভয়েস টাইপিং ব্যবহার করে থাকতে পারেন। ভয়েস টাইপিং কি সে সম্পর্কে হয়তোবা আপনারা অনেকেই জানেন ।
আর না জেনে থাকলে পরে আমার একটি আর্টিকেল রয়েছে ।সেটি দেখে নিতে পারেন । আমরা যারা এই ওয়েবসাইটে টাইপিং করি তাদের জন্য একটি সহজেই ব্যবহার করা যায় এমন কিবোর্ড অত্যাবশ্যক । কিবোর্ডে অনেক ধরনের ফাংশন থাকে ।যেমন ”র” লেখার ক্ষেত্রে আমরা ” r ” ব্যবহার করি ।আবার ”ড়” টাইপ করার সময় আমরা ক্যাপিটাল r ব্যবহার করে থাকি ।
এটি হচ্ছে একটি সবচেয়ে বড় ঝামেলার ব্যাপার । তো এই ঝামেলা থেকে পরিত্রান পাওয়ার জন্য আমার কাছে আরেকটি ভালো কিবোর্ড রয়েছে ।সেটি হচ্ছে ”জি বোর্ড ”
আপনারা অনেকে হয়ত এটি সম্পর্কে জানেন আবার অনেকে হয়তো জানেন না ।যারা জানেন না তাদের কে বলছি ।
মনে করুন আপনি লিখতে চান
”আজ আষাঢ়গগনে তিল ঠাঁই নাই রে ”
লেখার জন্য আপনাকে অনেকগুলি কীবোর্ডের ফাংশন ব্যবহার করতে হবে ।অনেক ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে ।
কিন্তু আপনি যদি জি বোর্ড এ লিখতে চান তাহলে আপনি সহজেই এইভাবে লিখতে পারবেন :
aj ashar gogone tin thai nai re…
কি খুব মজার ব্যাপার না । জিবোর্ড অনেক ভারী একটি এপ্লিকেশন ।সুতরাং অনেকেই আপনারা জিবোর্ড ব্যবহার না করতে পারেন । তাদের ক্ষেত্রে আমি আরেকটি সাজেশন দেবো আপনারা ”bangla typing made by india ” নামের একটি অ্যাপ্লিকেশন রয়েছে ।
সেটি ব্যবহার করেও আপনারা টাইপ করতে পারেন । এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা টাইপিং এবং ভয়েস টাইপিং উভয় ব্যবহার করে লিখতে পারেন । এক্ষেত্রে আপনাদের লেখাটি একটু স্মুথ হবে ।তবে একটি জিনিস আপনাদের একটু মনে রাখতে হবে যে , আপনারা বিভিন্ন ধরনের আঞ্চলিক শব্দ অথবা ব্যক্তিগত শব্দ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে লিখতে পারবেন না ।এটি হচ্ছে এই ধরনের অ্যাপ্লিকেশনের একটি বিশেষ ব্যাপার ।
এছাড়া আরও একটি ব্যাপার রয়েছে ।অনেক সময় হয়তো বা আপনারা একটি শব্দ লিখতে চাচ্ছেন ।
মনে করেন আপনারা লিখতে চাচ্ছেন “টা” ।এই জন্যে আপনাকে লিখতে হবে ta ।কিন্তু এই কীবোর্ডে শো করবে “তা” । যায় হোক তার পরেও আমি এই সকল কী বোর্ড ব্যবহার করে দারুন সাফল্য পেয়েছি । আশাকরি আপনাদের আর্টিকেলটি ভালো লেগেছে ।আর্টিকেলটি ভাল লেগে থাকলে আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেন না ।
ধন্যবাদ…