স্যাটেলাইট সম্পর্কে ধারণা

বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে স্যাটেলাইটের প্রয়োজন অত্যান্ত বেশি। কেননা, ইন্টারনেট এবং ডিশক্যাবলের জন্যে স্যাটেলাইট অনেক ভূমিকা রাখে। স্যাটেলাইট হচ্ছে একটি দেশের জন্যে অত্যান্ত প্রয়োজনীয় বিষয়। সেই কারনে আমাদের দেশ থেকেও স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। বিশ্বের সকল দেশেরি প্রায় নিজিস্ব স্যাটেলাইট আছে। কারন এই স্যাটেলাইটে রয়েছে আমাদের অনেক সুবিধা। যেমন আমাদের দেশের লোক আগে ইন্টারনেট চালানোর ক্ষেত্রে তেমনটা সুবিধা পেতো না। কারন ইন্টারনেটের স্পিরিট ছিল খুবই স্লোহ। যার কারনে তারা খুবই কষ্ট ভোগ করত। কিন্তু বর্তমানে আমাদের সেই কষ্টটা দূর হয়েগেছে। এ ছাড়া আমরা আরো অনেক সুবিধা ভোগ করছি। আমাদের দেশ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করার করেন, আমরা এখন ফোর জি এবং পাইফ জি  ইন্টারনেট  ব্যবহার করতে পারতেছি। এবং আমরা সারা বিশ্বকে ম্যাপের মাধ্যমে দেখতে একমাএ সফল হয়েছি  স্যাটেলাইটের কারনে। আর যিদ স্যাটেলাইট না থাকতো তা হলে আমরা এইসব কাজ করতে পারতাম না। বর্তমানে আমাদের দেশের লোকেরা অনেকটা আগের এখন অনেক বেশি সুবিধা পাচ্ছে। যার কারনে তারা খুবই আনন্দ ভোগ করতেছে। তবে দারনা করা যায় যে, আর কয়েক মাস পরে আমরা স্যাটেলাইট থেকে আরও সুবিধা পাব।কেননা,আমাদের দেশের স্যাটেলাইট কয়েক মাস ধরে উৎক্ষেপণ করা হয়েছে। যার করনে আমরা এখন ফুল সুবিধা গুলো পাইনি। কিন্তু স্যাটেলাইট গবেষকরা ধারণা করেছে যে, আমাদের দেশের লোকারা আর কয়েক মাস পর সব সুবিধাগুলো পাবে। তাই বলা চলে বাংলাদেশও অন্যান্যে দেশের মতো এগিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশের ইন্টারনেটের স্পিরিট বাড়ানোর জন্যে স্যাটেলাইটের ভূমিকা অপ্ররিসীম। তাই সকল দেশের যোগাযোগ ব্যবস্তা ভালো রাখতে হলে সকল দেশের জন্যে প্রয়োজন নিজিস্ব স্যাটেলাইট। তাই বলা চলে যে কোনো দেশের উন্নতির স্যাটেলাইটও অনেক ভূমিকা রাখবে। তাই সকল দেশের জন্যে নিজিস্ব স্যাটেলাইট থাকা অত্যান্ত প্রয়োজন।

Related Posts

12 Comments

মন্তব্য করুন