প্রত্যেক বিশেষজ্ঞদের পরামর্শ হলো আমাদের দৈনন্দিন সব কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বই পড়ার অভ্যাস গড়ে তোলা। কেননা বই পড়লে আমাদের জ্ঞান অর্জন হয়। আপনি যত বেশি বই পড়বেন তত বেশি জানতে পারবেন। এমনিতেও বই প্রেমীরা বই পড়ার মাঝে তাদের সুখ শান্তি খুঁজে পায়। তবে ইচ্ছে থাকার পরও যেনো এক প্রকার বাধা কাজ করে। যেমন ধরুন অর্থ অভাব। যদি আপনি বই পড়তে চান তাহলে তো আপনাকে বই কিনতে হবে, আর বই আপনাকে টাকা ছাড়া কে দিবে বলুন?
তবে এই চিন্তা থাকলে সেটি মুছে ফেলুন। বর্তমান যুগ ইন্টারনেটের। এখন গ্রাহকরা সকল ধরনের সুবিধা ইন্টারনেট থেকে পেয়ে থাকছে। যদি আপনার ইচ্ছেশক্তি ভালো থাকে তাহলে আপনি অনলাইনে কিছু ওয়েবসাইট থেকে ফ্রীতে যেকোনো ধরনের বই ডাউনলোড করে পড়তে পারবেন। জ্বী, আপনি ঠিকই শুনেছেন, এমন কয়েকটি ওয়েবসাইট আছে যারা ফ্রীতে পাঠকদের সুবিধার্থে বিভিন্ন বই পুস্তক ডাউনলোড করার সুযোগ প্রদান করে থাকে। তবে আসুন এমন কিছু ওয়েবসাইটের বিষয়ে জানা যাক।
অনলাইনে ফ্রী ই-বুক ডাউনলোড করার সেরা ৫ টি ওয়েবসাইটঃ
১. Allbanglaboi: Allbanglaboi ওয়েবসাইটটি ব্যক্তিগত ভাবে আমার অনেক পছন্দের। এই সাইটের মাধ্যমে আপনি আপনার পছন্দের যেকোনো পিডিএফ বুক বা ই বুক ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটের ইন্টারফেস অনেক সহজ, প্রবেশ করা মাত্রই আপনার সামনে বিভিন্ন ধরনের বই সাজেস্ট করা হবে। আপনি আপনার পছন্দের বইটি পছন্দ করে সেটিকে ডাউনলোড করে ফেলতে পারবেন সরাসরি। এছাড়া সার্চ করেও আপনি আপনার পছন্দের বইটি খুঁজে নিতে পারবেন।
২. pdfdrive: আমদের সেরা ৫ লিস্টের ২ নম্বরের ওয়েবসাইটটি হলো pdfdrive, যেখানে কয়েক মিলিয়ন পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই সাইটে প্রতিনিয়ত গ্রাহকদের জন্য নানান ই বুক পাবলিশ করা হয়ে থাকে। সাইটে প্রবেশ করলে বিভিন্ন বই দেখতে পারবেন। সার্চ বক্সে গিয়ে নিজের কাঙ্খিত বইটি আপনি এই সাইট থেকে খুঁজে পেতে পারবেন।
৩. Banglabook : ফ্রীতে ই বুক বা পিডিএফ ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা বেছে নিতে পারেন এই সাইটটিকেও। এই ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস বেশ ভালো, কেবল ওয়েবসাইটে প্রবেশ করলেন এবং আপনার কাঙ্খিত বই টি খুঁজে সেটিকে ডাউনলোড করে ফেললেন। বাংলা ইংরেজি সহ যেকোনো ধরনের ফরমেটে বই আপনি পিডিএফ আকারে এখান থেকে ডাউনলোড করতে পারেন।
৪. Ebanglalibrary: অনলাইনের মাধ্যমে আপনি যদি আপনার পছন্দের সব বইগুলো পড়তে চান তাহলে এই সাইটটি আপনার জন্য সেরা অপসন। এই সাইটে গিয়ে আপনি আপনার কাঙ্খিত যেকোনো বই অনলাইনের মাধ্যমে পড়তে পারবেন কোনো প্রকার ডাউনলোড এর ঝামেলা ছাড়া। সাইটে প্রবেশ করলে বিভিন্ন ক্যাটাগরির বই দেখতে পারবেন যেটি আপনি পড়তে চান সেই লিংকের নিচে read more অপশন চাপ দিন। এখন আর কি, বইটি পড়তে থাকুন।
৫. amarebook: বিভিন্ন ইংরেজি বই যদি আপনি অনুবাদ সহকারে ডাউনলোড করতে চান কিংবা ইসলামিক সব বই আপনারা যদি পেতে চান তাহলে এই সাইটটি আপনার জন্য। সাইটে প্রবেশ করা মাত্রই আপনার সামনে বিভিন্ন লেখকদের বই দেখানো হবে। আপনি আপনার পছন্দের বইটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড অপসন থেকে।
সর্বশেষ: বন্ধুরা এই ছিল আপনাদের জন্য কয়েকটি ফ্রী ই বুক বা পিডিএফ ডাউনলোড করার ওয়েবসাইট। আশা করছি আর্টিকেলটা আপনাদের উপকারে আসবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনার উপকারে আসলে অন্যদের পড়ার সুযোগ করে দিন শেয়ার করে। আল্লাহ হাফেজ।