আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন।আজ ইন্টারনেট নিয়ে কিছু কথা শেয়ার করবো
আমরা যে ফেইজবুক,টুইটার,গুগোল,ইউটিউব ইত্যাদি ব্যবহার করি সবই কিন্তু নেট এর মাধ্যমে ব্যবহার করছি।এই সাইট গুলো ব্যবহার করে আমরা অনেক কিছু করি।যা আমাদের চিন্তার বাহিরে।
আমরা নেট ব্যবহার অনেক ভালো খারাপ কাজ করে থাকি।যারা ভালো কাজ করে তাদের কথা বাদ দিলাম।
অন্যদিকে যারা এই নেট ব্যবহার করে ক্রাইম করি তারা আসোলেই অনেক খারাপ,কারন তাদের জন্য অসহায় অনেক মানুষের কস্টের কারন হয়ে দাঁড়ায়।যারা এই খারাপ কাজ গুলো করি তারা কি একবারো চিন্তা করে দেখেছি আমরা ও যদি এই ভিকটিম এর শিকার হোতাম তাহলে আমাদের কেমন লাকতো।
কয়দিন আগে একটা ছেলের কাছ থেকে জানতে পারলাম সে একটা মেয়ের সাথে ফেইজবুকে কথা বলতো তারা। এবং এক পর্যায়ে ছেলেটা মেয়েকে ভালোবেসে ফেলছে। সে জানতো এই আইডিটা আসোলেই একটা মেয়ের কন্তুি না এটা ছিলো একটা ফেইক আইডি।ছেলেটার কাছ থেকে ভিবিন্ন উপারে অনেক সময় অনেক টাকা নিছে।
আসোলে ছেলেটা অন্ধ বিস্বাস করেছিলো তাই এই ভিকটিম এর শিকার হয়েছে।