বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন
আউটসাের্সিং কী ? কর্মসংস্থান সৃষ্টিতে আউটসাের্সিং – এর প্রভাব
ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ডেটা প্রসেসিং বা প্রক্রিয়াকরণের ফলে অর্থ উপার্জন করার পদ্ধতিকে বলা হয় | আউটসাের্সিং । আউটসাের্সিং করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা ।
যায় । কর্মসংস্থান সৃষ্টিতে আউটসাের্সিং – এর প্রভাব : বর্তমান বিশ্বায়নে । পৃথিবীজুড়ে চলছে আউটসাের্সিংয়ের জোয়ার । আইসিটির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জন্ম নিয়েছে জ্ঞানভিত্তিক এ অর্থনীতির ।
জ্ঞানভিত্তিক অর্থনীতি বিকাশের সাথে সাথে বিশ্বের উন্নত দেশগুলােতে প্রয়ােজন দেখা দিয়েছে বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং বা প্রক্রিয়াকরণের ।
যার ফলে উন্নয়নশীল দেশগুলাে আইসিটি সার্ভিসকে কাজে লাগিয়ে অর্জন করছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা । শুধু । বৈদেশিক মুদ্রা অর্জন নয় , এর ফলে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে দেশের । বিপুলসংখ্যক বেকার দক্ষ জনগােষ্ঠীর । আউটসাের্সিং করে যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে এদেরকে ফ্রিল্যান্সার বলা হয় । এ কাজের | জন্য প্রাথমিকভাবে প্রয়ােজন নির্দিষ্ট কোনাে প্রােগ্রামের ওপর ভালাে জ্ঞান । আউটসাের্সিংয়ে কাজ দেওয়ার জন্য অজস্র ওয়েবসাইট রয়েছে । www . freelancer . com এ ধরনেরই একটি ওয়েবসাইট , | যেখানে নিবন্ধন করে বৈশ্বিক কর্মসংস্থান বাজারে নিজেকে যুক্ত করা । যায় । উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধি তথা মাথাপিছু আয় বাড়াতে বিশ্বের কর্মসংস্থান বাজারে যুক্ত হওয়া ছাড়া বিকল্প কোনাে পথ নেই । সুতরাং বলা যায় যে , বিপুল দক্ষ জনগােষ্ঠীর বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে আউটসাের্সিং ব্যাপক ভূমিকা পালন করে । যা । একটি দেশের অর্থনৈতিক প্রবন্দ্বিকে তরান্বিত করে ।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা আউটসাের্সিং কী ? কর্মসংস্থান সৃষ্টিতে আউটসাের্সিং – এর প্রভাব
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে
আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন
আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান
আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?
কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কে
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ