আত্মসম্মান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ফেসবুক ক্যাপশন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আত্মসম্মান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ফেসবুক ক্যাপশন।

আত্মসম্মান স্ট্যাটাস, ফেসবুক ক্যাপশন

১. যে ব্যক্তির আত্মসম্মানবোধ নেই সে ব্যক্তির পৃথিবীর কোনো কিছু সম্পর্কে ধারণাই নেই।

২. একজন ব্যক্তির সফল হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আত্মসম্মানবোধ।

৩. যার আত্মসম্মানবোধ নেই সে অন্য কারো কাছ থেকে সম্মান পায় না ও আশাও করে না কারণ তারা নিজেরাই নিজেদের সম্মান করেনা।

৪. একজন ব্যক্তির সফল হতে আত্মসম্মান প্রয়োজন। তার মধ্যে যখন আত্মসম্মানের সৃষ্টি হয় তখন তার মতে তিনিই শ্রেষ্ঠ তখন জীবনেও সে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করে।

৫. আত্মসম্মান বিশ্বের সবচেয়ে মূল্যবান বস্তু কারণ এটিকে অর্থ বা সম্পদ দিয়ে কেনা যায় না।

৬. যাদের আত্মসম্মান থাকে না তারা অন্য মানুষদেরও সম্মান দিতে জানে না কারণ তাদেএ নিজেরই কোনো সম্মানবোধ নেই।

৭. শিক্ষা অর্জনের সমান গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে সম্মান করা ও এমন কাজ করা যাতে অন্য ব্যক্তিরা সম্মান করে ও এমন কাজ বর্জন করা যার জন্য মানুষ অসম্মান করতে পারে।

৮. সন্তানদের এমন কাজ শিখানো যাতে তার ও পরিবারের আত্মসম্মান বৃদ্ধি পায়। ছোটবেলায় আত্মসম্মান ওতটা গুরুত্বপূর্ণ না হলেও ধীরে ধীরে বড় হলে এটির গুরুত্ব বাড়ে।

৯. নিজেকে সম্মান করতে শিখলেই মানুষ অন্যকে সম্মান দিতে জানে। তাই আত্মসম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১০. যে ব্যক্তির নিজের আত্মসম্মান নেই সে ব্যক্তির কাছ থেকে সম্মান আশাও করা যায় না কারণ সে নিজেকে নিজেই ছোট করে দেখে। যে ব্যক্তি নিজেকে নিজে ছোট করে দেখে তার কাছে সবাই ছোট।

আত্মসম্মান নিয়ে উক্তি

১. মনে রেখো, নিজের আত্মসম্মান রক্ষা করতে গিয়ে কারও আত্মসম্মান কমানো হবে তোমার সবথেকে বড় ভুল।
– লুকে ইভান্স

২. মানুষ যখন ছোট থাকে, তখন নিয়ে আত্মসম্মান নিয়ে তার কোন চিন্তাই থাকেনা, তবে সময়ের সাথে সাথে এ বিষয়ে তার চিন্তা এবং পদক্ষেপ বাড়তে থাকে।
– লিউইস থমাস

৩. তোমার জীবনে থাকার জন্য কাউকে একটুও জোর কর না। তোমার আত্মমর্যাদা বুঝতে শেখো।কারও কাছে উপেক্ষিত হয়ে যেওনা।
– স্টিভ ওয়ান্টওর্থ

৪. একজন মানুষের আত্মসম্মান সম্পূর্ণই নির্ভরশীল তার কাজের উপর।
– নরেন্দ্র মোদি

৫. পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার আত্মসম্মান নেই।
– এন্নে ব্রোন্টে

পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

8 Comments

  1. আত্মসম্মান প্রত্যেকের জন্যেই গুরুত্বপূর্ণ। ৪আত্মসম্মানকে নিজের শ্রেষ্ঠত্ব বলা যাবে না। এতে অহংকার সৃষ্টি হবে।

    ৮আত্মসম্মান সব বয়সের জন্যেই প্রযোজ্য ছোট হোক বা বড় হোক। ছোট থেকেই আত্মসম্মানবোধ শিখে আসতে হয়। ছোট বয়সটাও আত্মসম্মান এক পিরিয়ড।

মন্তব্য করুন