আনলিমিটেড বিদেশি নম্বর তৈরি করুন নিজের ইচ্ছামতো এবং কল দিয়ে চমকে দিন বন্ধুকে ..

“”” আসসালামু আলাইকুম “””

কেমন আছেন বন্ধুরা?? আশা করি ভালো আছেন।

বন্ধু মানেই একটু দুষ্টমি। বন্ধু মানেই একটু ফাইজলামি। আমরা প্রায় সময় চেষ্টা করি বন্ধুকে ভিন্ন কিছু করে চমকে দেয়ার জন্য অথবা এমন কিছু চাই যাতে বন্ধুদের সাথে মজাও করা যায় আর চমকেও দেয়া যায়।

আজ আমি এমনি দুটি এপ্সের কথা শেয়ার করবো যাতে আপনি বন্ধুদের সাথে মজাও করতে পারবেন আর বন্ধুকে চমকে ও দিতে পারবেন।

এই এপ্সটির মাধ্যমে আপনারা আপনাদের নম্বর পরিবর্তন করে বন্ধুকে কল দিতে পারবেন। আপনার বন্ধুকে বুঝবেও না। আপনার বন্ধু ভাববে আমেরিকা থেকে কেউ কল দিয়েছে।

আজ আপনাদের বলবো কিভাবে আনলিমিটেড নম্বর তৈরি করতে পারবেন এবং তাও আপনাদের নিজেদের ইচ্ছা মতো। এবং আপনার বন্ধুদের বোকা বানাতে পারবেন।

এটি করতে আমাদের দরকার হবে দুটি সফটওয়্যার।
১. InstAddr
২. 2nd Line

আপনারা প্লে স্টোরে এই দুটি এপ্স পেয়ে যাবেন। তারপর এপ্স দুটি ইনস্টল করুন।

তারপর প্রথমে InstAddr এপ্সটি ওপেন করুন। এর মাধ্যমে আপনারা আনলিমিটেড জিমেইল তৈরি করতে পারবেন। কিন্তু সেগুলো হবে Temporary .. মানে সেগুলো মাত্র একবার ব্যবহার করা যাবে।

তো আপনারা প্রথমে InstaAddr এপ্স ওপেন করে Creat an Email Automatically ..এখানে ক্লিক করবেন। তাহলে আপনারা একটি Temporary mail পেয়ে যাবেন।

তারপর Copy mail address এ ক্লিক করে ইমেইল টি কপি করে নিন।

এখন আপনাদের আসল কাজ। এখন আপনি InstaAddr এপ্সটি minimize করে 2ndLine এপ্স টি ওপেন করুন।

তারপর দেখবেন যে ২ টা বক্স আছে। প্রথম বক্সে সেই কপি করা মেইলটি paste করুন। তারপর পাসওয়ার্ড এর জায়গায় আপনার ইচ্ছামতো যেকোনো পাসওয়ার্ড দিয়ে Log in করুন।

তারপর আপনার InstAddr এপ্সে মেইলটি ভেরিফাইড করুন। অথবা Continue করুন।

তারপর আপনাকে Country Code/ Area Code দিতে বলবে। সেইখানে 973 দিন।

973 হলো আমেরিকার Area Code …তারপর Continue তে ক্লিক করে আপনার পছন্দমতো যেকোনো নম্বর সিলেক্ট করুন। সেটিই হবে আপনার 2nd নম্বর।

তারপর আপনাকে এপ্সটির ডায়াল বক্স অথবা হোম পেইজ এ নিয়ে যাবে।

এখানে আপনি আপনার বন্ধুর নাম্বার লিখে কল দিলে আপনার বন্ধরা ভাববে যে বিদেশ থেকে কল দিয়েছে অর্থাৎ বন্ধুর ফোনে যে নম্বর থেকে কল যাবে সেটি আমেরিকার একটি নম্বর। ফলে আপনার বন্ধুরা ভুলেও বুঝতে পারববেনা যে এটি আপনি মজা করে করেছেন।

**এর জন্য আপনার ফোনের কোনো টাকা কাটবে না। ফোনে কিছু MB থাকলেই হবে।

এভাবে আপনি চাইলে একই নিয়মে হাজার হাজার নম্বর তৈরি করতে পারবেন এবং আপনার বন্ধুদের চমকে দিতে পারবেন।

তো বন্ধুরা আশা করি এই এপ্স গুলো দিয়ে আপনারা আপনাদের বন্ধুদের সাথে অনেক মজা করতে পারবেন। এবং বন্ধুকে অবাক করে দিতে পারবেন।

Related Posts

9 Comments

মন্তব্য করুন