আপনার আকাক্ষিত পজিশনটি কীভাবে পাবেন

আপনার আকাক্ষিত পজিশনটি কীভাবে পাবেন
আসসালামুওয়ালাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সফলতার কিছু গোপন টিপস বলব আশা করি আপনাদের ভালো লাগবে।
যে যে কাজের জন্য দক্ষ সে সেই কাজটি পেলে আনন্দের সঙ্গেই করে। একজন চিত্রকর পেইন্ট নিয়ে কাজ করতে ভালােবাসেন, একজন কারিগর হাত দিয়ে কাজ করতে পছন্দ করেন, একজন লেখক লেখালেখিতে আনন্দিত হন ।
তাে আপনি যে কাজটি করতে চান সেটি কীভাবে পেতে পারেন তা নিয়ে আলােচনা করা যাক।
১. সবার আগে সিদ্ধান্ত নিন আপনি আসলে ঠিক কী ধরনের কাজ করতে চাইছেন। সেরকম কাজ না থাকলে আপনি হয়তাে সেটা সৃষ্টি করে নিতে পারবেন।
২. আপনি যে প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে কাজ করতে চান তা নির্বাচন করুন ।
৩, আপনি আপনার চাকরিদাতা সম্পর্কে সবরকম খোঁজখবর নিন। যেমন তার পলিসি, পারসােনেল এবং এখানে এগিয়ে যাওয়ার ইত্যাদি।
৪. নিজেকে বিশ্লেষণ করুন। আপনার ট্যালেন্ট সমর্থ, ভেবে নিন আপনি আসলে কী দিতে পারবেন। এসবের মধ্যে বন্ধুতই সুযােগ সুবিধা, সেবা, ডেভলেপমেন্ট, আইডিয়া ইত্যাদি।
৫. চাকরির কথা ভুলে যান। আমার জন্য কোনাে কাজ আছে? এ কথাটি বিস্তৃত হয়ে বরং মনােযােগ দিন আপনি কী করতে পারবেন।
৬, আপনার মাথায় যখন একটি প্ল্যান চলে আসবে, সেটি কোনাে অভিজ্ঞ লেখককে দিয়ে কাগজে লিখিয়ে নিন এবং বিস্তারিতভাবে।
৭. এ কাগজটি যথাযথ ব্যক্তির সমীপে পেশ করুন। বাকিটা তিনিই করবেন । প্রতিটি কোম্পানিই সেইরকম লােক খোজে যে মূল্যবান কিছু দিতে পারে, হােক সেটা আইডিয়া বা অন্য কিছু।
৮.কোম্পানির উপকারে আসবে এরকম কোনাে পরিকল্পনা যদি কেউ কাজে লাগাতে পারে তাহলে সেই ব্যক্তির জন্য প্রতিটি কোম্পানিতেই ঘর খালি থাকে।
৯.এভাবে কাজ করতে গেলে হয়তাে কয়েকদিন বা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে তবে এর ফলে স্বল্প বেতনে দীর্ঘ পরিশ্রমের কবল থেকে রক্ষা হবে।

আশা করি লেখাটি আপনাদের ভাল লেগেছে।কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ বন্ধুরা।

Related Posts

8 Comments

মন্তব্য করুন