আপনার ছবি দিয়ে স্ক্রিন লক করুন

💗আচ্ছালামুয়ালাইকুম ভিওয়ারস💗

কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরত্বপূর্ণ ট্রিকস শেয়ার করবো।

💥💥💥💥💥💥💥💥💥💥💥

প্রথমে আপনারা চলে যাবেন play stor এ সেখান থেকে ডাউনলোড করবেন লিংকে দেওয়া apps টি। তারপর apps টি ওপেন করবেন। (https://play.google.com/store/apps/details?id=com.tissue409.phototouchpass) শুরুতেই কিছু পারমিশন চাইবে সেগুলো allow করে দিবেন। তারপরে এক্টা পেজ আসবে, সেখানে my photo নামের ওপশনে ক্লিক করবেন, আপনার পিকচার সিলেক্ট করবেন। আপনার মুখের ২-৪ জাইগায় ক্লিক করবেন। তারপরে উপরে set up এ ক্লিক করবেন। তারপির আবার কনফারম করতে বলবে আবার সেম ভাবে আপনার ছবির উপরে ক্লিক করবেন। এর পরে ফিনিশ এ ক্লিক করবেন। তারপরে আপনাকে বলবে একটি রিকবারি পাসওয়ার্ড দিতে বলবে, আপনি ৪ সংখার এক্টি পাসওয়ার্ড দিবেন দিবেন। কারন আপনি যদি কখনো ভুলে যান আপনি কুথায় কুথায় ক্লিক করেছিলেন তখন আপনি রিকিবারি করতে পারবেন রিকবারি পাসওয়ার্ড দিয়ে। তারপরে start tuch pass এ ক্লিক করবেন। এখন আপনার কাজ শেষ। হওয়ে যাবে আপনার ফুন লক। আপিনি ছাড়া কেউ লক খুলতে পারবেনা।

ধন্যবাদ সবাইকে।

Related Posts