আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কে?

আমাদের দুঃখের প্রধান কারণ আমাদের অসফলতা,আর আমাদের অসফলতার প্রধান কারণ আমাদের চিন্তা শক্তি|সত্যি আপনি যদি আপনার চিন্তা শক্তি বদলে নিতে পারেন তাহলে আপনার দুঃখ দূর হয়ে যাবে,সফলতা আপনার পায়ে চুম্বন করবে যদি আপনি নিজের সাথে নিজেকে পরিচয় করে নিতে পারে|আপনার মধ্যে দুনিয়া জয় করার শক্তি আছে যদি আপনি নিজেকে চিনতে পারেন,আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমরা জীবনে সেটাই দেখি যা আমরা কখনো পাই না|

জীবন আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু সেটার কদর আমরা কখনোই করি না|যেটা আমাদের দেয়নি সেটার জন্য দুঃখ করতে থাকে|কিছু দুঃখ পেলে আমরা থেমে যাই আবার সুখ পেলে নিজের রাস্তা থেকে সরে যাই,মানুষের চাহিদাটাই বড় অদ্ভুত নিজের দুঃখে চেয়ে অন্যের সুখ টাই মানুষকে বেশি কষ্ট দেয়|

যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করবেন না যেটা পেয়ে গেছেন সেটা কে হারাবে না,জীবনের সেই এগিয়ে যেতে পারে যে যেকোনো পরিস্থিতিতে কাঁদে না এবং কাউকে দোষ দেয় না|
জীবনে সফল হতে হলে তিনটা জিনিস অবশ্যই থাকা দরকার সঠিক সময়, সঠিক পদ্ধতি, সঠিক চিন্তা|গাছের নিচে ভগবানের ভাঙ্গা মূর্তি দেখে এটা বুঝে নিন নিজেকে কখনো ভাঙতে দেবেন না মানুষ যখন ভগবানের মূর্তি ভেঙ্গে গেলে তাকে গাছের নিচে রেখে আসে তাহলে আমরা মানুষ তো কি ছাই, আমরা ভেঙ্গে গেলে আমাদের কোথায় ফেলে দেবে একবার ভাবুন তো|

একটা হাতিকে রশি দিয়ে বাধা থাকে সে চাইলে রশি ছিঁড়ে বেরিয়ে আসতে পারে কিন্তু সে আসে না, হাতি যখন ছোট থাকে তখন তাকে রশি দিয়ে বাধা হয় আর তখন সে অনেক চেষ্টা করে কিন্তু রশি ছিড়তে পারে না বড় হয়েও হাতির মনে এই একটা ভয় থাকে যে সে কখনো রশি ছিঁড়তে পারবে না আর সে বড় হয়ে ওঠা চেষ্টাও করে না|হাতির মনে হয় যে জীবনে সে রশি ছিঁড়তে পারবে না|
আমাদের জীবনেও এমনটাই হয় আমাদের ছোট ছোট দুঃখ আমাদের ছোট ছোট কষ্ট আমাদের বিভ্রান্ত করে দেয়,আমরা এটা মনে করি আমাদের জীবনের এই দুঃখ-কষ্ট যতদিন না যাবে আমরা জীবনে এগিয়ে যেতে পারবো না আর এই চিন্তাভাবনা থেকে আমরা ব্যর্থ হয়ে যাই|

আমরা কেন ভুলে যাই সমস্যা তো জীবনে আসবেই আর একটার পর একটা আসতেই থাকবে কখনো শেষ হবে না,আর এই চক্করে আমরা হাতের উপর হাত রেখে বসে থাকি এবং এভাবেই আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলে|আমাদের জীবনের মূল্যবান সময়টুকু এই সমস্যাগুলো নিয়ে চিন্তা করতে করতে শেষ করে দেই,আর শেষে আমাদের হাতে থাকবে শুধুই আফসোস এবং অসফলতা তাই বন্ধুরা এগিয়ে যান কি হয়েছে চিন্তা না করে কি করতে পারেন সেটা চিন্তা করুন|ঝুঁকি নিতে কখনো ভয় পাবেন না হয় জিতে যাবেন আর যদি হেরে যান তাহলে সেই হার থেকেও কিছু না কিছু শিক্ষা পাবেন|

জীবনে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে নিজেকে কঠোর বানানো লাগতে পারে,ছোট ছোট প্রচেষ্টায় উপরে উঠতে হয় কখনো জীবনের এই কঠিন সিদ্ধান্ত জীবনকে মিষ্টি করে দিতে পারে|জীবনের ছোট ছোট সমস্যাকে অনেক বড় মনে করি আর এটা তখনই হয় যখন আমরা নিজের ক্যারিয়ার তৈরিতে প্রস্তুত থাকি জীবনের ছোট ছোট সমস্যাকে গুরুত্ব দেবেন না,প্রত্যেকে নিজের লক্ষের উপর ফোকাস করতে হবে কিন্তু আমাদের এই দুঃখ যন্ত্রণা আমাদের বাধা হয়ে দাঁড়ায়|যতটা সম্ভব তাড়াতাড়ি এসব জিনিস থেকে বাইরে বেরিয়ে আসুন,নিজের চিন্তা শক্তির বিকাশ ঘটান ভাবনা থেকে নিজের লক্ষ্য স্থির করতে শিখুন|

মনের থেকে নিজের কর্ম স্থির করতে শিখুন অন্যের কাছ থেকে নিজেকে বদলাতে শিখুন,কেননা যে অন্যের পিছনে ছুটে সে পিছিয়ে পড়বে আর যে লক্ষ্যের পিছে ছুটে সে একদিন না একদিন লক্ষ্য পূরণ করবে |কখনো যদি মনে খারাপ কোন চিন্তা আসে বা মন ভেঙ্গে যায় তাহলে নিজেকে মনে করিয়ে দেবেন নিজের সকল ভুলের জন্য দায়ী আপনি নিজেই,কখনো কাউকে দোষারোপ করবেন না নিজের ভুলকে নিজেই সংশোধন করতে পারবেন, এজন্য কারো জন্য অপেক্ষা করবেন না|

যদি আপনাকে জিজ্ঞেস করে কে আপনাকে খারাপ করেছে তাহলে নিজের দিকে আঙ্গুল উঠিয়ে বলুন আমি নিজেই আমাকে খারাপ করেছি,আর জীবনে আফসোস করা ছেড়ে দিন এমন কিছু করুন যাতে মানুষ আপনাকে দেখে আফসোস করে| জিতে যাব আমি এটা নিজেকে বারবার বলুন যতটা প্রচেষ্টা তার চেয়ে বেশি চেষ্টা করুন,যদি ভাগ্য সঙ্গ না দেয় তারপরও নিজেকে না ভেঙ্গে নিজের মনোবল কে এতটা শক্ত করুন যাতে কোন কিছুতে আপনি না ভেঙে পড়েন|কিছু যদি হতেই হয় তাহলে সমুদ্র হয়ে যান মানুষের ঘাম ছুটে যাবে আপনার গভীরতা মাপতে মাপতে|একটা কথা মনে রাখবেন মানুষ যখন তার হাতের রেখাতে নিজের ভাগ্যকে খুঁজতে থাকে তখন তার হাতের শক্তি ও মনের বিশ্বাস উভয় শেষ হয়ে গেছে|
ধন্যবাদ সকলকে আমার সঙ্গে আবার দেখা হবে নতুন কোন পজিটিভ এনার্জি নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ|
আরো পজেটিভ কিছু জানতে চাইলে ভিজিট করুন https://lestgoenjoy.blogspot.com/

Related Posts