হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন আপনার Country এর জন্য পেপ্যাল এ্যাপ ব্যাবহারের অনুমতি না থাকলেও এবার আপনিও ব্যাবহার করুন পেপ্যাল এ্যাপ।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই টপিক।
পেপ্যাল কী?
উত্তরঃপেপ্যাল হলো একটি অনলাইন ই-কমার্স সাইট যা ইন্টারনেটের মাধ্যমে অর্থ বা টাকা স্থানতরের ক্ষেএে সহায়তা দিয়ে থাকে।পেপ্যাল ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্ণিয়ায় প্রতিষ্ঠিত হয়।পেপ্যাল এর বর্তমান মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবপ আছে Ebay Inc।২০০৯ সাল অনুযায়ী পেপ্যাল এর আয় ২.২৩ বিলিয়ন ডলার।পেপ্যাল কে Ebay Inc ১৫০ কোটি ডলারের বিনিময়ে ২০১২ সালে কিনে নেয়।পেপ্যাল এর বর্তমান এল্যাকসা অবস্থান ৩১ তম।
পেপ্যাল এক্যাউন্ট খুলতে কী কী প্রয়োজন হবে?
উত্তরঃপেপ্যাল এক্যাউন্ট সবাই খুলতে পারবেন শুধু প্রয়োজন একটি ভিপিএন,একটি আমেরিকান নাম্বার, একটি আমেরিকান ঠিকানা ও একটি আমেরিকান ব্যাংক এক্যাউন্ট।
নোটঃ যদি পেপ্যাল এক্যাউন্ট না করতে পারেন তাহলে দেখেন Youtube এ অনেক ভিডিও আছে। আর যদি আপনারা বলেন আমি পরবর্তী পোস্টে দেখিয়ে দেব কীভাবে পেপ্যাল এক্যাউন্ট খুলবেন।
তো কিভাবে পেপ্যাল এ্যাপটি আপনার মোবাইলে নামাবেন দেখে নিনঃ
১.প্রথমে আপনি Uptodown থেকে পেপ্যাল এর XAPK ফাইলটি নামিয়ে নিবেন।
২.তারপর গুগল প্লে ষ্টোর থেকে Uptodown Apk Installer এ্যাপটি নামিয়ে নিন।
৩.Apk Installer By Uptodown এর Install App অপশনে ক্লিক করুন।
৪.এবার Paypal Xapk ফাইলটিতে ক্লিক করবেন।
৫.তারপর সব অপশনগুলো প্রস্তুত থাকলে ইনস্টল এ ক্লিক করবেন।
৬.একটু সময় নিবে ইনস্টল হচ্ছে দেখেন।
৭.এই দেখেন এ্যাপ ইনস্টল হয়ে গেছে ও দারুন চলছে।
আর পেপ্যাল এ্যাপ এর মাধ্যমে আপনি যেকোনো দেশের লোকের সাথে অর্থ আদান-প্রদান করতে পারবেন।এছাড়া পেপ্যাল এ্যাপ এ রয়েছে বিভিন্ন অনালাইন কেনাকটার অফার।চাইলে আপনিও পেপ্যাল এ্যাপ থেকে যে কেনো কিছু কিনে নিতে পারেন।
আজকে এতটুকুই পরে আবার নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। সবাই নিরাপদে থাকবেন ও সময়কে কাজে লাগাবেন আশা করি।