আপেলের বীজ হতে চারা তৈরি করুন খুব সহজে …..

“”” আসসালামু আলাইকুম “”” আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস শেয়ার করবো।

আমাদের অনেকেরই বাগান করার অনেক শখ রয়েছে। আমরা চাই আমাদের বাগানে আনকমন কিছু গাছ থাকুক। অনেক ফল আছে যেগুলোর চারা পাওয়া কষ্টসাধ্য। যেমন – আপেল, কমলা, মালটা, আঙ্গুর, বেদানা ইত্যাদি।

আজ আমি আমার পোস্টে আপনাদের শেখাবো কিভাবে আপেলের বীজ থেকে চারা উৎপাদন করা যায়। ফলে আপনারা নিজেরাই ঘরে আপেলের চারা তৈরি করতে পারবেন এবং সেই চারা থেকে আপেলের গাছ উৎপাদন করতে পারবেন।

তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন। সেগুলো হলো —

১. দুটি টিস্যু পেপার।
২. একটু পরিষ্কার পানি।
৩. একটি কৌটা (যাতে সহজে বাতাস প্রবেশ করতে না পারে)
৪. একটি অথবা দুটি পরিপক্ক আপেল।

বাজারে গেলে আমরা অনেক আপেল দেখতে পাই। সেই আপেলগুলোর বীজ থেকেই চারা উৎপাদন সম্ভব….। এর জন্য আপনার প্রধান কাজ হলো বাজারে গিয়ে আপনার ইচ্ছামতো কিছু পরিপক্ক আপেল কেনা।

আপেল কেনার পর আপনারা বাসায় এসে আপেল গুলো কেটে সেই আপেল গুলো থেকে বীজ বের করে নিবেন। তারপর বীজ গুলো একটু পরিষ্কার করে নিবেন।

তারপর আপনারা ইচ্ছা করলে বীজগুলো কয়েক ঘন্টা রোদে শুকিয়ে নিতে পারেন।

রোদে শুকানোর পর বীজগুলো নিয়ে আসবেন। তারপর টিস্যু পেপার গুলো একসাথে নিয়ে টিস্যু গুলো হালকা ভিজিয়ে নিবেন।

তারপর টিস্যু গুলোর উপরে আপেলের বীজ গুলো রেখে দিন। বীজ গুলো যাতে একটা থেকে আরেকটা একটু ফাকা থাকে।

তারপর টিস্যু পেপারটি আপনারা ভাজ করে নিবেন যাতে আপেল গুলোর বীজ টিস্যু পেপারের মাঝে থাকে।

তারপর আমি যেই কৌটার কথা বলেছিলাম সেই কৌটাটি নিয়ে টিস্যু পেপার টি কৌটার মাঝে রেখে দিয়ে কৌটার মুখ বন্ধ করে দিবেন। এমন ভাবে বন্ধ করবেন যাতে কৌটায় বাতাস প্রবেশ করতে না পারে।

তারপর কৌটা টি কোনো একটি জায়গায় রেখে দিন। এভাবে কৌটা টি আপনারা ৭ থেকে ৯ দিন রেখে দিবেন। ৯ দিন পর কৌটা খুলে দেখবেন যে চারা গজিয়েছে বীজ গুলো থেকে।

যদি ৯ দিন পরেও চারা না গজায় তাহলে আরো কিছুদিন রেখে দিন।
আপনারা যদি আমার কথা গুলো সঠিক ভাবে সম্পন্ন করতে পারেন তাহলে নিশ্চই চারা গজাবে।

চারা গজানোর পর চারা গুলো দোয়াশ মাটি পূর্ণ কোনো টবে রোপন করে দিবেন। কিছু পরিমাণ গোবর সার মিশিয়ে নিতে পারেন। তারপর দেখবেন কিছুদিন পর চারা থেকে পাতা বেরিয়ে যাবে এবং গাছে পরিণত হবে।

এভাবে আপনারা আপেল, বেদানা বা আনার এবং আঙ্গুরের বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন।
তবে আঙ্গুরের ক্ষেত্রে টিস্যু পেপারটি কৌটায় ২১ থেকে ২৮ দিন পর্যন্ত রেখে দিতে হবে। তারপর চারা গজাবে।

আজ এই পর্যন্তই। আমার পরবর্তী পোষ্টে আমি আপনাদের বলবো কিভাবে কমলা এবং মালটার বীজ হতে চারা উৎপাদন করা যায়।

সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Related Posts

13 Comments

মন্তব্য করুন