আলো নিয়ে রোমান্টিক ক্যাপশন, আলো নিয়ে ছন্দ, কবিতা, স্ট্যাটাস

আলো নিয়ে রোমান্টিক ক্যাপশন, আলো নিয়ে ছন্দ, কবিতা, স্ট্যাটাস – আলো মানেই ইতিবাচকতা বোঝায়। ভোরের আলো,সূর্যের আলো, জ্ঞানের আলো কতরকম শব্দ আছে বাংলা অভিধানে আলো সম্পর্কিত। আলো বলতেই আমরা বুঝি ইতিবাচক দিক। আলোয় আলোকিত হোক আপনার চারদিক এভাবে আমরা পরস্পরকে শুভকামনা জানাই।

সেই আলো নিয়েই আজকের এই লেখা। এই আর্টিকেলে  থাকছে আলো নিয়ে একটি ছোট কবিতা আর আলোকে ঘিরে কিছু রোমান্টিক স্ট্যাটাস। পুরো আর্টিকেলটি পড়ার অনুরোধ থাকবে।

আঁধারের বিপরীতে আলো আছে বলেই এই জগত এখনো টিকে আছে। রাতের পরে সবাই ভোরের অপেক্ষা করে। আর আলো ফুটতেই কাজের জন্য বেরিয়ে পড়ে। কেউ কেউ আবার জীবনে আসে আলোর দিশারী হয়ে। আলো নিয়ে লেখা এই আর্টিকেলটি হয়তো আপনাদের পড়ে ভালো লাগবে।

আলো নিয়ে ছন্দ, কবিতা

আলোর খোঁজে

দিন- রাত ঘুরেছি একা
কোথাও আলো নেই।
ল্যাম্পপোস্টের আলোতেও সবকিছু অন্ধকারই মনে হচ্ছিলো।
রাত যত গভীর হয় যাতনা তত বাড়ে
নিঃসঙ্গতা গ্রাস করে আমায়
ধীরে ধীরে অস্তিত্বহীন হয়ে যেতে থাকি আমি।
আমার গল্প আমি কাকে বলবো?
নিজেকে হারিয়ে ফেলছিলাম আমি।

কি জানি একটা নেই।
তারপর হঠাৎ তুমি এলে
আমার জীবনের আলো হয়ে
আমাকে শেখালে জীবনের মানে।
আমাকে বোঝালে বাঁচতে হবে
আর টেনে তুললে আমাকে অদৃশ্য গভীর
খাদ থেকে যার রাস্তা
আমি ছাড়া আর কেউ চেনে না।

আজ আমার সবকিছু আছে।
তবুও পুরনো কথা ভুলতে পারি না।
হাজারো কাজের ভিড়ে তুমি এসে হাতটা ধরলেই যেন
নিজেকে পরিপূর্ণ লাগে।

এতদিন আমি আলোর খোঁজ করছিলাম।
হয়তো রুপক অর্থে আমি তোমাকেই খুঁজছিলাম।

আলো নিয়ে কবিতার পরে এবার আসুন কয়েকটি রোমান্টিক স্ট্যাটাস দেখি। ভালোবাসা নামক অনুভূতির সাথে আলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়েই যায়।

আলো নিয়ে রোমান্টিক ক্যাপশন, স্ট্যাটাস

১. অন্ধকারের পরে সবাই খোঁজে আলো। আর আমি কাকে খুঁজি জানো? তোমাকে।

২. বিষন্ন বিকেলে আলোর নিভে যাওয়া
দেখতে দেখতে ভাবি
চারদিকে কত আলো
চাঁদের আলো, সড়কবাতির আলো
যানবাহনের আলো তবুও
মনের কোণে কুপিবাতিতে
আলো তুমিই জ্বালছো।

৩. আঁধারকে আমি ভয় পাই না কারণ
আমি জানি আলো হয়ে তুমি আমার পাশে আছো।

৪. তুমি আলো হও আমি হবো তার ছায়া
পাশাপাশি চলবো দুজনে
রইবে না কোনো বাঁধা!

৫. আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালোবাসি।

৬.    আমি তোমার আলোতে আলোকিত হতে চাই।
অমাবস্যার রাতে চাঁদের অপেক্ষা না করে
আমি তোমার দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে চাই।

৭. আমি জানি একটা মানুষ সবদিক থেকে পারফেক্ট হয় না। তুমিও নও আর আমিও নই। আমি তোমার উপর সেই ভার চাপিয়ে দেবো না যা তুমি বইতে  পারবে না। মনে রেখো,ভালোবেসেছি আমি তোমার আলো আর অন্ধকার দুটো দিককেই।

৮. আলোর তোড়ে মরুভূমির ন্যায় মরিচিকা দেখে ভুল করো না। পথের ভুলে আবার পথিমধ্যে থেমে যেও না।

৯. কি জানতে চাইছিলে আমাতে তুমি কোথায়? আমার মধ্যে যে সরু আলোকবিন্দু রয়েছে ধরে নাও সেটাই তুমি।

১০. আমাকে এক আকাশ আলো এনে দিলেও তোমাকে ছাড়তে পারবো না। বলে দেবো- আমি আঁধার ভালোবাসি।

১১. হাজারো আলোর ভিড়ে নগরীতে লোডশেডিং হলে আমরা ছাদে উঠে চাঁদের আলোতে দুজন সিক্ত হবো।

১২. চারদিকে এত আলো তবুও মনের কোণে যে অন্ধকার জমেছে তা আমি কাকে জানাবো?

১৩. আমি চাই সারাজীবন তুমি আলো নয় বরং আলোর দিশারী হয়ে আমার পাশে থেকো। দুজনে মিলে ঠিক পথ চিনে নেবো।

১৪. আমার বাতায়ন জুড়ে ভোরের আলো
তবুও চারদিক নিস্তব্ধ।
রিকশার টুংটাং বেল শোনা যায়
এই আমার গলিতে কে এলো?

১৫. তুমি জানো, তুমি এমন একজনের হাত ধরেছো
যার নিজের বলতে কিছুই নেই। শুধুই অন্ধকার।
সেদিন তুমি হেসে বলেছিলে
আমি তো আছি আর
সারাজীবন আলো হয়েই থাকবো।

১৬. আহ্নিক গতির চক্রে আলো আর
আঁধারের দেখা মেলে
কিন্তু জীবনের মুছে যাওয়া আলো কোথায় পাবো?
আমাকে পথ বলে দেবে?
তোমাকে নিয়ে সেই আলোর সন্ধানে যাবো।

১৭. কিসের আলো আর কিসের আঁধার?
বাঁচতে হবে সবটুকু নিয়েই
যেন এপিঠ আর ওপিঠ একটি মুদ্রার।

১৮. তুমি কি জানো অন্ধকার আছে বলেই
আলোর এত মূল্য?
কাকে বাদ দিয়ে কাকে বেছে নেবে?
আমাকে বলো।

এই ছিলো আলো নিয়ে আজকের পোস্ট। একটা ছোট কবিতা আর কিছু সুন্দর সুন্দর রোমান্টিক স্ট্যাটাস সহ সাজানো হয়েছে এই লেখা। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে গ্রাথোরের পেইজটিতে লাইক দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ

Related Posts

20 Comments

মন্তব্য করুন