Cheap price backlink from grathor: info@grathor.com

ইউপিএস এর প্রয়োজনীয়তা এবং আপনি কোনটা নিবেন।

সবাই কে স্বাগতম আরেকটি রিভিউতে।আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের বলব তা হল আনলাইন আর অফলাইন ইউপিএস আর ডিফারেন্স আর কোনটা আপনার জন্য নেয়া ভালো হবে সে বিষয় নিয়ে।মূলত ইউপিএস ২ ধরণের হয়ে থাকে। একটা হল আনলাইন আর একটা হল অফলাইন।আমরা সাধারণত অফলাইন ইউপিএস গুলো দেখে থাকি যেগুলো আমরা কম্পিউটারে ব্যাবহার করে থাকি,আর আনলাইন হল হেভ্যি ওয়ার্ক লোডের জন্য ব্যাবহার করা হয় যেমন সার্ভার বা ওয়ার্ক স্টেশন এর জন্য ব্যাবহার যেগুলো ২৪/৭ চালু থাকা লাগে।এখন কথা হতে পারে যে আপনার জন্য কোনটা বেটার হবে।কিভাবে আপনার জন্য ফারফেক্ট টা সিলেক্ট করবেন।চলুন তাহলে দেখে নি আনলাইন আর অফলাইন ইউপিএস এর ডেফিনেশনঃ

আনলাইন ইউপিএস কী? অনলাইন ইউপিএস হ’ল এক প্রকারের ইউপিএস যা রেকটিফায়ার এবং ইনভার্টার কম্বোর মাধ্যমে সাধারণ ক্রিয়ায় এসি লোডকে বিদ্যুৎ সরবরাহ করে এবং একটি বিদ্যুতের ব্যর্থতার সময় এসি শক্তি সরবরাহ করতে একটি ইনভার্টার ব্যবহার করে। অতএব, আউটপুট শক্তি সরবরাহ সর্বদা চালু থাকে এবং স্যুইচিংয়ের কোনও প্রয়োজন নেই।বুঝার সুবিধার্থে ডাইয়াগ্রাম নিচে দেয়া হল-

ONLINE UPS

অফলাইন ইউপিএস হ’ল এক প্রকারের ইউপিএস যা সরাসরি অপারেশনে এসি মেইন থেকে এসি লোডের জন্য বিদ্যুৎ সরবরাহ করে এবং ডিসি ব্যাটারি থেকে এসি লোডকে পাওয়ার জন্য একটি ইনভার্টার ব্যবহার করে। যেহেতু সরবরাহের দুটি পৃথক লাইন রয়েছে, আউটপুট সরবরাহ অবশ্যই দুটি উত্সের মধ্যে পরিবর্তন হয়।বুঝার সুবিধার্থে ডাইয়াগ্রাম নিচে দেয়া হল-

OFFLINE UPS

অনলাইন ইউপিএস এবং অফলাইন ইউপিএসের মধ্যে মূল পার্থক্য তাদের কাজের মধ্যে রয়েছে।একটি অনলাইন ইউপিএস এসি মেইন পাওয়ার উপলব্ধ থাকলেও একটি সংশোধনকারী এবং ইনভার্টার সার্কিটের মাধ্যমে এসি পাওয়ার সরবরাহ করে। বিপরীতে, অফলাইন আপগুলি সরাসরি এসি মেইনগুলি
লোড সার্কিটকে পাওয়ার সরবরাহ করে যখন বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়।এখন আপনি যে সিস্টেম টার জন্যইউপিএস টা নিতে চাচ্ছেন তার কতটুকু পাওয়ার লাগে তা চিন্তা করে আপনি ডিসিশন নিবেন যে আপনার জন্যকোনটা পারফেক্ট হয়।ধন্যবাদ সবাই কে পড়ার জন্য।

Related Posts

8 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No