ইমানের শাখা কয়টি ও কি কি ?

আসসালামু আলাইকুম
ইমানের শাখা কয় টি  ও কি কি ? 
ঈমানের শাখা মোট ৭৭ টি
অতঃপর এর ৭৭ টি শাখা আবার তিন ভাগে ভাগ করা হয়েছে।

(১)ত্রিশটি কলব (অন্তর) সম্পর্কিত ,(২) সাতটি জবান সম্পর্কিত (৩) চল্লিশটি বাকি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কিত
 কলবের সাথে  সম্পর্কিত ত্রিশটি শাখাঃ ১.আল্লাহর উপর বিশ্বাস স্থাপন ২. আল্লাহর ব্যতীত বাকি সবকিছুই মাখলুক এবং ধ্বংসশীল ৩.ফেরেশতাদের প্রতি ঈমান আনা ৪.আল্লাহর নাযিলকৃত সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা ৫.পয়গম্বরদের  প্রতি প্রতি ঈমান আনা ৬.কেয়ামতের দ্বীনের প্রতি ঈমান আনা ৭.জান্নাত কে বিশ্বাস করা ৮.জাহান্নাম কে বিশ্বাস করা ৯.তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন

১০.নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর প্রতি মহব্বত রাখা ১১.আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা আল্লাহর সাথে মুহাব্বত করা ১২. রাগ দূর করা ১৩.হিংসা ত্যাগ করা ১৪. ঈর্ষা পরিহার করা ১৫.খোদ পছন্দের বর্জন করা ১৬.আল্লাহর উপর ভরসা করা ১৭.আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট হওয়া ১৮.মাখলুকের প্রতি দয়া ও করুণা ১৯.বিনয় ২০.ধৈর্য ২১.অঙ্গীকার পূর্ণ করা ২২.শুকরিয়া আদায় ২৩. লজ্জা ২৪.আশা-আকাঙ্ক্ষা ২৫.ভয়-ভীতি ২৬.তওবা ২৭. সকল প্রকার পার্থিব আকর্ষণ তরক করা ২৮. খারাপ চিন্তা পরিহার করো ২৯.ইখলাস ৩০. আল্লাহর সাথে মহাব্বত রাখা ।

১.কালিমায়ে তাওহীদ পাঠ করা ২.জিকির করা ৩.এলেম অর্জন ৪.কোরআন শরীফ তেলাওয়াত ৫. দোয়া করা ৬.নিষিদ্ধ করা বার্তা থেকে সংযত থাকা ৭.বিদ্যা শিক্ষা দান ।

অঙ্গ -প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত  ৪০ টিঃ

১..নামাজ কায়েম করা ২.সদকা প্রদান করা ৩.পবিত্রতা অর্জন করা৪. রোজা রাখা ৫.হজ ও ওমরা করা ৬.ইতেফাক করা ৭.হিজরত করা ৮.মান্নাত পুর্ন করা ৯.শপথের ব্যাপারে সতর্ক থাকা ১০.কাফফারা আদায় করা ১১.নামাজ ও নামাজের বাইরে শরীর ঢেকে রাখা ১২.কুরবানী করা ১৩.জানাযার দাফন -কাপন করা ১৪.ঋন পরিহার করা ১৫. সত্য সাক্ষী দেয়া ১৬. পরিবার পরিজনের হক আদায় করা ১৭. পিতা -মাতার খেদমত করা এবং তাদের কষ্ট না দেয়া ১৮.সন্তান -সন্ততি লালন পালন করা ১৯.আত্নীয়দের সাথে ভালো ব্যবহার করা ২০.মনিবের অনুগত্য করা

২১.বিচারে ন্যায়পরাণতা অবলম্বন করা ২২. মুসলমান জামাতের আনুগত্য করা ২৩.বিচারকদের রায় মেনে চলা ২৪.মানুষের মধ্যে সাম্য -সম্প্রতীর সৃষ্টি করা ২৪.ভাল কজে সাহায্য করা ২৫.সৎকাজে আদেশ করা ২৬.অসৎ কথা থেকে নিষেধ করা ২৭.শরিয়তের হুদুদ কায়েম করা ২৮.আমানত আদায় করা ২৯.মুখাপেক্ষীকে ঋন প্রদান করা ৩০.পাড়া -প্রতিবেশীর খোঁজ -খবর নেয়া ৩১.সদাচারণ করা ৩২.অর্থ -সম্পদ যথা স্থানে ব্যয় করা

৩৩.সালামের উত্তর দেয়া ৩৪.হাচিঁ দাতার আলহামদুলিল্লাহ -এর জওয়াব ইয়ারহামুকাল্লাহ দ্বারা দেয়া ৩৫.মানুষের বস্তু কাটা , ঢিল ইত্যাদি রাস্তা থেকে সরিয়ে দেয়া ৩৬. অনর্থক বেহুদা থেকে বাচা ৩৭.মানুষের ক্ষতি না করা ৩৮.আমানত আদায় করা ৩৯. রোজা রাখা ৪০ . সত্য সাক্ষী দেয়া ।
আজকের জন্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেয

Related Posts

14 Comments

মন্তব্য করুন