ইমো হোয়াটসঅ্যাপের ভিডিও কল রেকর্ড করুন মোবাইল রুট ছাড়া

আসসালামুয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন. আপনারা অনেকেই বলে থাকেন কিভাবে ভিডিও কল করার সময় কল রেকর্ড করবো, অনেকে বলে ফোন রুট করে তারপরে অ্যাপস ইন্সটল করে ভিডিও কল রেকর্ড করতে. কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব যা আপনার ফোনের রুট এর প্রয়োজন হবে না. আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপস নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এর ভিডিও কল রেকর্ড করতে পারবেন.

https://play.google.com/store/apps/details?id=com.tianxingjian.screenshot

বন্ধুরা লিঙ্ক থেকে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন,  অ্যাপটি ওপেন করার পর পারমিশন গুলো এলাও করে দিবেন. তারপর অ্যাপসের কিছু সেটিংস আপনাকে করতে বলবে আপনি ইন্সট্রাকশন অনুযায়ী সেটিংস গুলো করে নিবেন. আপনি আপনার ইচ্ছা মত ভিডিও রেজুলেশন করে দিতে পারবেন. তারপর আপনি আপনার ইচ্ছানুযায়ী ফোনের স্টোরেজ টা সিলেক্ট করে নেবেন যেখানে ভিডিওটা সেভ হবে.  তারপর স্টার্ট বাটনে ক্লিক করবেন.  অ্যাপস থেকে বেরিয়ে আসবেন তারপর দেখতে পাবেন একটি পপ আপ বাটন ফোনের রাইট সাইডে আছে এখন আপনি মেসেঞ্জার অথবা ইমুতে কে আপনার বন্ধু কে কল করেন এবং পপ আপ বাটনে ক্লিক করে ভিডিও চালু করে দেন, তারপর কথা শেষ হলে সেভ বাটনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেন. তো বন্ধুরা এই ছিল আজকের ট্রিক্স আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ. নিচের স্ক্রিনশট দেওয়া হল

Related Posts