ঈদগাহ্ মাঠের জমি কি ভাবে দলিল করবেন একনজরে দেখেনিন।

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছে, আজ আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট আপলোড করছি সকলেই মনোযোগ সহকারে পোস্টটি করবেন।

 

 

১। রেজিস্ট্রী অফিসের নামঃ শ্রীবরদী রেজিস্ট্রী অফিসের, শীবরদী, শেরপুর।

২। দলিলের সার সংক্ষেপঃ

দলিলের প্রকৃতিঃ সবা-কবলা
মৌজার নামঃ গড়জরিপা
ইউনিয়ন/ওয়ার্ডঃ গড়জরিপা
থানা/উপজেলাঃ শ্রীবরদী
জেলাঃ শেরপুর।

 

৩। দলিল গ্রহিতা/ গ্রহিতাগনের নাম ও ঠিকানাঃ

( আদালত, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে (ছবি প্রযোজজ্য নয়)

শেরপুর জেলার অর্ন্তগত শ্রীবরদী থানার এলাকাধীন মৌজা- গড়জরিপা গ্রাম্য মধ্যে পূর্বপাড়া (পঞ্চায়েত বাড়ী) ঈদগাহ্ মাঠেরর কমিটির পক্ষে সভাপতি / সম্পাদক রবাররেষু

 

 

৪।৩। দলিল দাতা/ দাতাগনের নাম ও ঠিকানাঃ-
আদালত সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে (ছবি প্রযোজ্য নয়)-

নাম—————————-
পিতার নাম —————————-
মাতার নাম —————————-
বয়স/জন্মতারিখ —————————-
ধর্ম —————————-
পেশা —————————-
জাতীয়তা —————————-
জাতীয় পরিচিতি নং —————————-
স্থানী ঠিকানা/বর্তমান ঠিকানা —————————-
গ্রাম/রোড —————————-
ডাকঘর —————————-
থানা/ উপজেলা —————————-
জেলা —————————-

 

 

০৫। আমমোক্তার / প্রতিনিধির অভিবাবকের মাধ্যমে দলিল সম্পাদিত হইয়া থাকিলে তাহার নাম ঠিকানা ও বিবরণঃ প্রযোজ্য নহে।

০৬। আমমোক্তার নামার বিবরণঃ প্রযোজ্য নহে।

০৭। হস্তান্তরিত জমির নূন্যপক্ষে ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণঃ ( যথাযথ ক্ষেত্রে ওয়ারিশ ও বায়া দলিল সমূহের বিস্তারিত বিবরণ) এবং হস্তান্তরের উদ্দেশ্য, সম্পত্তি দখল ইজমেন্ট সত্ব এবং হস্তান্তরিত সম্পর্কিত উল্লেখযোগ্য মন্তব্য (যদি থাকে) সম্পর্কিত বিবরণঃ-

জেলা- শেরপুর, অন্তর্গত ১০ নং জে এল এর যাহার মালিক বাংলাদেশ সরকারের পক্ষে সহকারী কমিশনার ভূমি শ্রীবরদী থানাধীন মৌজা- গড়জরিপা গ্রামের মধ্যে আর ও আর দৃষ্টিতে বি আর এস- ৬৫ নং খতিয়ানে ৫৭৫ শতাংশ জমির জোতে কাশেম এর নামে ২৪২ হিস্যায় ১২২ শতাংশ জমি এজমালিতে রেকর্ডভুক্ত থাকাবস্থায় তিনি মৃত্যু বরণ করিলে তাহার ত্যাজ্য সম্পতিত্তে ০৯ পূত্র ও ০৪ কন্যা ওয়ারিশ সূত্রে মালিক বটে। তন্মধ্যে আমি পুত্র অত্র দলিল দাতা মোঃ রাকিব আলী আমার ৯০ হিস্যায় ১৬ শতাংশ জমিতে মালিক আছি। তাহা হইতে ০৫ শতাংশ জমি। তাহাই অত্র দান পত্র দলিলের ভূমি বটে। তাহাই আমি অত্র দলিল দাতা উক্ত জমি অদ্য হইতে গড়জরিপা ( পঞ্চায়েত বাড়ী) ঈদগাহ্ মাঠের কমিটির পক্ষে সভাপতি / সস্পাদক এর অনুকূলে অত্র দান পত্র দলিল দ্বারা অর্পন করিয়া সম্মপূর্ণরুপে নিঃস্বত্ববান হইলাম। যাহাতে অত্র এলাকার মুসলমান ও আগত মুসলমানগন উক্ত ঈদগাহ্ মাঠে ঈদের নামাজ আদায় করিতে পারেন। বর্তমানে আমি দলিল দাতা উক্ত জমির সরকার ধার্যকৃত খাজনার টাকা আমি নিজে পরিশোধ করিয়াছি ও ভবিষ্যতে উক্ত জমির খাজনার উক্ত ঈদগাহ্ মাঠের কমিটির সভাপতি / সম্পাদক এবং পরিশোধ করিয়া উহার রক্ষনা-বেক্ষণ শাষণ-সংরক্ষণ করিতে পারিবেন। তাহাতে আমি কিংবা আমার স্থরবর্তী/ পরবর্তী ওয়ারিশগণদের মধ্যে কাহারো কোন প্রকার ওজর আপত্তি বা দাবী দাওয়া করিতে পারিবে না। করিলে তাহা আইনত অগ্রাহ্য হইবে।

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে অত্র দানপত্র দলিল লেখাইয়া দিলাম। প্রকাশ থাকে যে, উক্ত ঈদগাহ্ মাঠের জমিতে উত্তর ও পশ্চিমাংশে কেহ কোন প্রকার বৃক্ষ রোপন করি পারিবে না। করিলে তাহা আইনত অগ্রাহ্য হইবে৷

 

 

 

৮। । একাধিক ক্রেতা/ গ্রহীতার ক্ষেত্রে ক্রয়কৃত / অর্জিত জমির হারাহারি মালিকানার বিবরণঃ-

 

ক্রেতা/ গ্রহীতাগনের নামঃ ——————–
জমির মালিকানায় পরিমান/অংশ———————

৯। একাধিক বিক্রেতা/ হস্তান্তরকারীর (দাতা) ক্ষেত্রে হস্তান্তর জমির হারাহারির মালিকানা বিবরণঃ-

বিক্রেতা/ দাতাগনের নামঃ ——————–

জমির মালিকানায় পরিমান/অংশ———————

১০। সম্পদের তারিখেঃ

১১৷ সম্পতির তফসিলঃ

দাগ নংঃ
১২। সম্পত্তির চৌহুদ্দির বিবরণঃ

১৩। হস্তান্তরিতর সম্পত্তির পরিমানঃ———–

১৪। হস্তান্তরিতর সম্পত্তির মূল্যঃ———–

১৫। হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা ও পরিমান

১৬। কৈফিয়ত যদি থাকে।

 

১৭। দলিলরপাঠ করিয়া / করাইয়া আমরা উহার মর্ম অবগত ও সম্মত হইয়া স্বাক্ষর করিলাম।

 

 

১৮। স্বাক্ষী/স্বাক্ষীগনের নাম, ঠিকানা ও স্বাক্ষরঃ-

নাম—————————-
পিতার নাম —————————-
মাতার নাম —————————-
বয়স/জন্মতারিখ —————————-
ধর্ম —————————-
পেশা —————————-
জাতীয়তা —————————-
জাতীয় পরিচিতি নং —————————-
স্থানী ঠিকানা/বর্তমান ঠিকানা —————————-
গ্রাম/রোড —————————-
ডাকঘর —————————-
থানা/ উপজেলা —————————-
জেলা —————————-

 

২০। হস্তান্তরিত সম্পত্তির সঠিক পরিচয় এবং বাজার মূল্য সম্পর্কে সম্যক অবহিত হইয়া আমি নিন্মস্বাক্ষরকারী অত্র দলিলের মুসাবিদা করিয়াছি/ লিখিয়া দিয়াছি এবং পক্ষগনকে পাঠ করাইয়া শুনায়াছি।

নাম—————————-
পিতার নাম —————————-
মাতার নাম —————————-
বয়স/জন্মতারিখ —————————-
ধর্ম —————————-
পেশা —————————-
জাতীয়তা —————————-
জাতীয় পরিচিতি নং —————————-
স্থানী ঠিকানা/বর্তমান ঠিকানা —————————-
গ্রাম/রোড —————————-
ডাকঘর —————————-
থানা/ উপজেলা —————————-
জেলা —————————-
সনদ নং ————————–

মুসাবিদা কারক বা দলিল লেখকের নাম পূর্ণ ঠিকানা ও দলিল লেখকের সনদ(অফিসের নাম সহ)

 

 

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Related Posts