এই সুযগ হাত ছাড়া করবেন না৷

আছসামুআলাইকূম  ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতু৷ আসা করি সবাই ভালো আছেন ।

আমি আজকে এমন দুটো এয়ারটেল ডেটা অফারে কথা বলবো যা ,আপনি দেখার সাথে, সাথে বলবেন অফার টি এখনি আমি চাই৷

এয়াটেলে এখন যেগুলো অফার দেয় বোর্তমান কোন সিম ওফার দিচ্ছেনা আগের ওফার গুলো ঘুরিয়ে,পেঁচীয়ে বলছেন Stay Home Stay Safe. এখন সুধু রবি দিচ্ছে ১০ টাকাই ১ জিবি ডেটা অফার৷ এই অফারটি আপনি একসাথে ১৫ জিবি ৩০ দিনের জন্যে নিতে পারবেন৷ এছাড়া ২ নাঃ অফারটি হল ৩০ জিবি ৩০ দিনের জন্য৷ এই অফারটি শুধু এইয়ারটেল গ্রূাহকরা নিতে পারবেন, শুধু প্রিপেইডদের জন্য প্রযোজ্য৷ ওফা্র্টি নিতে আপনা্র একটা এয়াটেল প্রিপেইড সিম লাগবে এবং সিমে পর্যাত্তো প্ররিমান ব্যালেন্চ রখতে হবে যেমনঃ

১৫ জিবি ৩০ দিন ডেটা ওফারটি নিতে ২০০ টাকা এবং ৩০ জিবি ৩০ দিন ডেটা ওফারটি ৩০০ টাকা৷ অযথাই শুধু রিচার্জ করতে যাবেন না৷ একমাত্র কোড ডায়াল করে নিতে পারবেন৷ একটা কথা বললে নয় প্রতি রবিবার এই ওফার দুটো একটিভ করতে পারবেন৷ ১৫ জিবি ৩০ দিন ওফার একটিভ করতে *২১২*২০০# ডায়াল করুন৷ এবং ৩০ জিবি ৩০ দিন ওফার একটিভ করতে *২১২*৩০০# ডায়াল করুন৷ পরবোর্তি অফিসিয়াল ঘোশনা না দেয়া পোরযন্ত এই ওফার প্রতি রবিবার নিতে পারবেন৷ আমি এ অফারটি আমার রবি সিমে ওফিসিয়াল এসএএমএএস পাই এবং পোষ্টি আপনাদের মাঝে শিয়ার করি আপনি চাইলে শিয়ার করতে পারেন। এতে আপনার একটি শিয়ারে অন্যের উপকার হতে পারে। দেরি না করে এখনি পোষ্টি শিয়ার করে ফেলুন৷ আপনি শিয়ার করতে পারবেন – ফেসবুক, টুইটার, ব্লগ, ইত্যাদি৷ গ্রাথর ডটকম এ আপনি চাইলে ইনকম করতে পারবেন, ইনকাম করতে “গ্রাথরে কীভবে কাজ করবো” লিখে সার্চ করুণ ওখান থেকে সিলেট করে পুরো বিস্তারিত জেনে নিন৷ এছারা সকল প্রকার সিম ওফার এবং ইনকাম টিপ্স ও ইন্টারনেট, এসইও বিস্তারিত জানতে আমার প্রোফাইল নামের ওপর ক্লিক করুন৷

এরকম বেস্ট এমবি অফার জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে – Free Md Tips & Offer Page  যেকোন সিমের অফার এবং হেল্প সহযগিতা আপনার পাশে সবসমায় ৷

করনা ভাইরাসকে প্রতিরোধ করার উপাই্‌,,

যোনসমাগনে জাবেন না, অযোথাই ঘর থেকে বের হবেন না৷ সাবান, হ্যানটাইজার দিয়ে ২০ সেকেণ্ট ভালো করে হাঁট ধুন৷ অযথাই গুজব ছরাবেন না, গুজবে কান দিবেন না৷ কেও গুজব ছরালে বা আসে, পাশে কনো করনা আক্রান্তো  ব্যাক্তি পাওয়া গেলে ৩৩৩ নাম্বের কল দিন৷

ভালো থাকো বাংলাদেশ, সুস্থ থাকো বাংলাদেশ৷

Stay Home Stay Safe.

By Kawsar.

Related Posts

14 Comments

মন্তব্য করুন