উত্তরঃযে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে।এন্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনশন।
তাই বোতল রেখে দিলে ঔষধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে।তাই ঔষুধ সেবনের পূর্বে ঊষুধের উপাদানগুলোকে সুষমভাবে বিন্যস্ত করার কারণে ঔষুধের বোতল ঝাকিয়ে নিতে হয়।