Cheap price backlink from grathor: info@grathor.com

এন্ড্রয়েড ফোন ও তার ব্যাটারি ভালো রাখার টিপস্

নমস্কার🙏

আশা করি সকলেই ভালো আছেন? আমিও ভালো আছি।  আমি আপনাদের আজকে যে বিষয় নিয়ে বলতে চাই তা হলো  এন্ড্রয়েড ফোন 

আমরা সবাই এই নাম টার সাথে পরিচিত।

এই আধুনিক যুগে কম বেশি সবার কাছেই এই নামটা পরিচিত। আমাদের দৈনন্দিন জিবনে এর ভূমিকা অনেক।

কিন্তু অনেক সময় দেখা যায় যে এন্ড্রয়েড ফোন টি অনেক সমস্যার সম্মুখীন হয়। যার ফলে আমাদের ও এটি ব্যবহার করতে অনেক কাঠ খড়ি পুড়াতে হয়।  মোবাইল ফোন এ যদি কিছু সমস্যা দেখা দেয় তাহলে আমাদের মাথা ব্যাথা করতে শুরু করে দেয়।

এন্ড্রয়েড ফোন এ অনকে ধরনের সমস্যা দেখায় দেয় এদের মাঝে রয়েছে “ভাইরাস, ব্যাটারি ডাউন ও ফুলে যাওয়া,ইত্যাদি।”।

আজকে আমি আপনাদের বলব যে কিভাবে আপনার এন্ড্রয়েড ফোন এ কিভাবে আপনি ভালো রাখবেন?

 

প্রথমেই যা আসে তা হলো ভাইরাস ঃঃ

অনেক সময় দেখা যায় যে, আমাদের ফোন টি স্লো হয়ে যায়, হ্যাং করে।

এর কারন সাধারণত আমরাই।  আমরা আমাদের ফোন এ না বুঝে শুনে নানা ধরনের  APPS ব্যবহার করে থাকি।  করই তো করি 1 টা বা 2 টো নয়ে একসাথে অনেক গুলো। যার ফলে আমাদের ফোনে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। ফোনের ধারন ক্ষমতা থেকে বেশি app ব্যবহার করি। যার ফলে আমাদের ফোন টি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। সময়ের সাপেক্ষে টা এক সময় অনেক টাই স্লো হয়ে যায় । মাঝে মাঝে অযথাই হ্যাং করে যা ধীরে ধীরে  আমাদের বিরক্তির কারন হয়ে যায়।

 

তাই সব সময় এই কাজ গুলো থেকে বিরত থাকুন।  অযথা কোনো apps ব্যবহার করবেন না।  যেই apps গুলো আপনার কাজের বা প্রয়োজন সে গুলোই আপনার ফোনে  রাখুন। ফোনের ধারন ক্ষমতা দেখে কাজ করুন।

 

২য় ত যা আসে তা হলো ব্যাটারি

অনেকেই আছে যার ফোনে চার্জ নিতে অনেক সময় নেয়। এমনকি অনেক সময় ধরে চার্জ দেওয়ার পরেও ফোন ব্যবহার করার সময় দ্রুত চার্জ শেষ হয়ে যায়। যেটা অনেকের কাছেই বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।

এই সমস্যা টা যে কারনে হয় তা হলো আমাদের বোকামি।

কারন অনেক সময় দেখা যায় যে আমরা চার্জএ লাগিয়ে ফোন ব্যবহার করি। যার কারনে আমাদের ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে থাকে। ব্যাটারির ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমে যায়।

যার ফল সরূপ কিছু দিন পর আমাদের ফোনের ব্যাটারি ডাউন অথবা ফুলে যায়।

যার কারনে অনেক দ্রুত গতিতে ব্যাটারির চার্জ শেষ  হয়ে যায়।

সুতরাং আমাদের ওপরের  নিয়ম গুলো মেনে ফোন ব্যবহার করতে হবে যার কারনে ফোনের ব্যাটারি ভালো থাকবে।

সব ভালো যার শেষ ভালো🙃

 

সমাপ্ত

Related Posts

10 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No