আমাদের অনেকেরই একটি প্রিয় ওয়েবসাইট রয়েছে যা হতে পারে আমাদের বিভিন্ন কাজের ব্লগ তো এই ওয়েবসাইটের জন্য এ্যাপ বানানোর প্রয়োজন হতে পারে এখন আপনি কোডিং জানেন না তাই বলে কী এ্যাপ বানানো সম্ভব না।আপনার ধারণা ভুল কোডিং ছাড়ও এ্যাপ বানানো যায় তো কীভাবে কোডিং ছাড়াই আপনার প্রিয় ওয়েবসাইটের জন্য এ্যাপ বানাবেন দেখে নিনঃ
১.শুরুতে চলে যান গুগল এ সেখান থেকে আপনার সার্চ করতে হবে থানকেবল ওয়েবসাইট ঠিক উপরের দেওয়া স্কিনশর্ট এর মতো করে এবার ওয়েবসাইটে প্রবেশ করুন।এবার স্কিনের বামে উপরের দিকে কর্ণারে দেখবেন ক্রেরেট এ নিউ এ্যাপ এই লেখাটিতে ক্লিক করুন।
২.এবার একটি এ্যাপের নাম দিতে বলবে আপনি যেকোনো নাম দিতে পারেন প্রফেশনালি আমি একটি নাম দিলাম টুয়াচবিডি যেহেতু এটার সাথে একটা ওয়েবসাইটকে লিংক করব তাই ওয়েবসাইটের নাম দিলাম।এবার ওকে নাম যে অপশনটি দেখতে পাচ্ছেন ঐ অপশনে ক্লিক করুন
৩.এবার বামে স্লাইড বার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সেখান থেকে লিষ্ট ভিউ নামে যে অপশন দেখতে পাচ্ছেন স্কিনশর্ট এ তীর চিহ্ন দিয়ে দেখানে লেখায় ক্লিক করুন।
৪.এবার এডমোব ব্যানার এ ক্লিক করুন।
৫.এবার ওয়েব ভিউয়ার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনে ক্লিক করুন।
৬.এবার হোম ইউরিয়াল এ আপনার ওয়েবসাইটের লিংক দিন যে ওয়েবসাইটের জন্য এ্যাপ বানিয়ে ইনকাম করতে চান।
৭.এবার অনেকগুলো লিংক তৈরি হয়ে গেছে সেখান থেকে আপনি এটি সিলেক্ট করুন।
৮.এবার + আইকনে ক্লিক করে এটিকে মাঝখানে বসান।
৯.এবার সেভ টু কম্পিউটারে ক্লিক করে এ্যাপটি কম্পিউটারের জন্য সেভ করে ফেলুন ও নামিয়ে নিন।
আশা করি টিউটোরিয়াল টি দেখে নিজে এ্যাপ তৈরি করতে পারবেন ও ইনকাম করার জন্য এডমোভে গিয়ে ব্যানার এড বানিয়ে ব্যানার এডের লিংক এই থাংকেবল ওয়েবসাইটের আপনার এডমোভ অপশনের লিংককে যুক্ত করেন আর এ্যাপটি আবার এক্রপোট করুন কম্পিউটারে ফলে এড শো করবে এ্যাপে ও ইনকাম করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন।