আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও ভালো আছি। করোনারি এই মহামারী যে সবার খুব একটা ভালো থাকার কথা না। সবাই সব রকম নিয়মে মেনে ঘরে অবস্থান করুন। আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব। আমি যেই ট্রিক্স টি নিয়ে কথা বলব সেটি হল এয়ারটেল সিমের গুরুত্বপূর্ণ কিছু কোড সমূহ। আপনারা যারা এয়ারটেল সিম ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই যারা এয়ারটেল সিম ব্যবহার করেন কিন্তু অনেক কোড রয়েছে যা আপনারা জানেন না তাই মনোযোগ সহকারে আপনারা পোস্টটি দেখে নিন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
১. এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন- *778#
২. এয়ারটেল সিমের নিজের নাম্বার চেক করার জন্য ডায়াল করুন – *121*6*3#
৩. এয়ারটেল সিমে যে কোন প্যাকেজ চেক করার জন্য ডায়াল করুন- *121*8#
৪. এয়ারটেল সিমের মিনিট দেখার জন্য ডায়াল করুন- *778*5# বা *778*8#
৫. এয়ারটেল সিমের এসএমএস চেক করতে ডায়াল করুন- *778*2#
৬. এয়ারটেল সিমের এমএমএস চেক করার জন্য ডায়াল করুন- *222*13#
৭. এয়ারটেল সিমের ডাটা প্যাক বা এমবি চেক করতে ডায়াল করুন- *778*39# বা *778*4#
৮. এয়ারটেল সিমে ফিরতি কল রিকুয়েস্ট বা কল মি ব্যাক করার জন্য ডায়াল করুন- *121*5#
৯. এয়ারটেল সিমের নেট রিকোয়েস্ট করতে ডায়াল করুন- *140*7#
১০. এয়ারটেল সিমের মিসকল এলার্ট চালু করতে ডায়াল করুন- *121*3*4#
১১. এয়ারটেল সিমে নিজের ইন্টারনেট অফার চেক করতে ডায়াল করুন- *222*5#
১২. ইন্টারনেট বোনাস চেক করতে ডায়াল করুন- *778*7#
১৩. বোনাস চেক করতে ডায়াল করুন- *778*1#
১৪. এয়ারটেল কাস্টমার কেয়ারের জন্য ৭৮৬
১৫. এয়ারটেল শোরুম অ্যাড্রেস এর জন্য ডায়াল করুন – *121*11#
আপনারা চাইলে এয়ারটেল এর বিভিন্ন আকর্ষণীয় অফার এর জন্য গুগল প্লে স্টোর থেকে মাই এয়ারটেল অ্যাপস টি ডাউনলোড করে নিতে পারেন। মাই এয়ারটেল অ্যাপসে আপনারা বিভিন্ন আকর্ষণীয় অফার পেয়ে যাবেন।
তাহলে আজকের মতো এই পর্যন্তই। অন্য আরেকটি নতুন পোস্ট নিয়ে আবার আপনাদের সামনে আসব সবাই সেই পর্যন্ত ভালো থাকুন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।