আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সাধারণ স্মার্ট ফোন দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার সিরিজের দ্বিতীয় পর্ব । এই পর্বে আমরা দেখব বিনামূল্যে ডোমেইন কেনার জন্য কিভাবে একাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেখান থেকে আপনারা কিভাবে একটি ডোমেইন নেম ক্রিয়েট করবেন। আমরা জানি ডোমেইন নেইম কেনার জন্য মাসিক অথবা বছর এর জন্য বিল পে করতে হয়। কিন্তু এমন একটি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা ফ্রীতে আনলিমিটেড ক্রয় করতে পারবেন। তো চলুন চলে যায় সে ওয়েবসাইটে। ওয়েবসাইটের নাম হচ্ছে infinityfree ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডোমেইন ক্রয় করতে হলে একটি একাউন্ট করতে হবে। প্রথমে আপনারা এই লিংকhttps:// infinityfree.net অনুসরন করে ওয়েব সাইটটিতে প্রবেশ করুন। এবার ডানপাশের টগল বাটন এ ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করুন। তারপর আপনাদের সকল প্রয়োজনীয় তথ্য যেমন আপনার ইমেইল এড্রেস, আপনাদের ফার্স্ট নেম,লাস্ট নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে ক্রিয়েট এ নিউ একাউন্ট এ ক্লিক করুন তাহলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনি যেখান থেকে ডোমেইন নেম বিনামূল্যে ক্রয় করবেন সেখানে আপনার একাউন্ট হয়ে গেল। এইবার আসুন আপনারা কিভাবে একটি ডোমেইন নেম ক্রিয়েট করবেন সেটি বলি। প্রথমে আপনারা একাউন্ট অপশন এ ক্লিক করুন। সেখানে ডান দিকের কোনায় ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করুন এবং সেখানে আপনাদের পছন্দমত একটি সাবডোমেইন ক্রিয়েট করুন। মনে রাখবেন ডোমেইন নেইম অবশ্যই ইউনিক হতে হবে। অর্থাৎ আগে কেউ ডোমেইন নেম ক্রয় করেছে এরকম ডোমেইন সিলেক্ট করা যাবেনা তাহলে আপনারডোমেইন নেম ক্রয় করেছে এরকম ডোমেইন সিলেক্ট করা যাবেনা।
আজ এ পর্যন্তই। পরবর্তী পোস্টে আমরা দেখব কিভাবে একটি ডোমেইন নেইমে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।