Cheap price backlink from grathor: info@grathor.com

ওয়েব সার্ভার ও ওয়েব অ্যাড্রেস কি ও কিভাবে কাজ করে?

আমরা এখন নিয়মিত ইন্টারনেট ব্যবহার করি। তবে অনেকেই জানিনা এই ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে। কিভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইট লাইভ দেখতে পারি ও সেগুলোতে বিভিন্ন প্রয়োজনীয় কাজ করতে পারি। অনেকরই এসব বিষয়ে জানার আগ্রহ রয়েছে। এজন্য আজ আপনাদের জন্য ইন্টারনেটের সাথে সরাসরি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় ওয়েব সার্ভার ও ওয়েব অ্যাড্রেস সম্পর্কে আলোচনা করবো।

ওয়েব সার্ভার

ওয়েব সার্ভার ওয়েব পেইজ সমূহকে অন্যের কাছে প্রকাশ করে। ওয়েব সার্ভার ছাড়া কোনো ওয়েবসাইট হতেই পারে না। এর কারণ হলো আপনার ব্রাউজার কোন পেজকে প্রদর্শনের জন্য যার সাথে যোগাযোগ করে সেটিই হলো ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার ছাড়া আপনার ওয়েবসাইটটি কতগুলো ফাইলের সমষ্টি ছাড়া আর কিছুই নয়, যা আপনি ছাড়া আর কেউই অ্যাক্সেস করতে পারবে না।

ওয়েব সার্ভার ওয়েব ব্রাউজারের মতো কোনো সহজ বিষয় নয় যে, কেউ যেকোনো কম্পিউটারে একে সেটআপ করতে পারে। বরং এটি এত জটিল এবং এত সব সেটিং ধারণ করে যে, একে চালানোর জন্য রীতিমত এক্সপার্ট প্রয়োজন। ঠিক একারণেই সকলের পিসিতে ব্রাউজার থাকলেও সব পিসি সার্ভার নয়। সার্ভার একটি নির্দিষ্ট কম্পিউটার যা নির্দিষ্ট সেটআপ দ্বারা পরিচালিত হয়।

আপনার তৈরি কোনো ওয়েব পেজ পাবলিশ করার অর্থ এটি সার্ভারে আপলোড করা হয়েছে এবং যখন কেউ আপনার সাইটের অ্যাড্রেসটি টাইপ করে ব্রাউজারকে নির্দেশ প্রদান করবে তখন সার্ভার ওখান থেকে আপনার পেইজ রিকোয়েস্ট কারিকে ওয়েব পেজটি প্রদর্শন করাবে। এ প্রকার ব্যবস্থা যারা করে তাদের ওয়েব হোস্টকারী বলে থাকি। সার্ভারের এ কার্যক্রমকেই বলা হয় ওয়েব হোস্টিং

সার্ভার খুবই শক্তিশালী, উচ্চ ক্ষমতা ও দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার। সার্ভার মূলত নেটওয়ার্কের সাথে যুক্ত অন্যান্য কম্পিউটার গুলোকে নির্দিষ্ট সেবা প্রদান করে।

ওয়েব অ্যাড্রেস

প্রতিটি পাবলিক ওয়েবসাইটের একটি করে ওয়েব অ্যাড্রেস থাকে যেন এদের একটিকে অপরটি থেকে আলাদা করা যায়। এ অ্যাড্রেসে অন্তর্ভুক্ত থাকে এর হোস্টনেম ও ডোমেইন নেম। হোস্ট হলো সে স্থান যেখানে ওয়েবসার্ভার সফটওয়্যার রান করে।

আর ডোমেইন কোনো কম্পিউটার গ্রুপের পাবলিক নেম। যেমন www.google.com  এখানে www হোস্ট নেম এবং google.com  হলো ডোমেইন নেম। আপনার নিজস্ব একটি ওয়েব পেজ তৈরি করতে হলে তার অ্যাড্রেসের জন্য একটি ডোমেইন নেম আপনাকে পেতে হবে। তবে ডোমেইন নেম খুঁজে পাওয়া খানিকটা জটিল একটি বিষয়। কেননা এক্ষেত্রে এ নামটি আপনার সাইটের বিষয়বস্তুর সংশ্লিষ্ট হতে হবে।

আশা করি আপনার কাছে ওয়েব সার্ভার ও ওয়েব অ্যাড্রেস এ দুটি বিষয় পরিস্কার ভাবে বোধগম্য হয়েছে। তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।

Related Posts

15 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No