আপনি হয়ত ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে এমন লিংক দেখে থাকতে পারেন যেখানে বলা হচ্ছে করোনা সাহায্যে বিকাশ প্রত্যেকের জন্য ৩৫০০ টাকা করে উপহার দিচ্ছে।
হয়ত আপনি নিজেও কখনো সে লিংকে ক্লিক করে থাকতে পারেন। কিন্তুু বিকাশ আসলেই কি এমন কিছু দিচ্ছে? নাকি পুরোটাই আপনার বিকাশ একাউন্ট হ্যাক করার প্রচেষ্টা?
এ সম্পর্কে আপনাদের জন্য আজকের এ আর্টিকেল-
1. বিকাশ URL
আপনি যদি সেই লিংকে প্রবেশ করে তাহলে দেখবেন আপনার URL এ bkash.com দেখাচ্ছে না, অন্য কিছু দেখাবে যা বিকাশের সাথে কোন প্রকারেই সম্পর্ক যুক্ত নয়।
বিকাশের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন আপনার সার্চ URL এ বিকাশের ডোমেইন show করছে। কিন্তু এসব ক্ষেত্রে তা করছে না । নিশ্চয় বুঝছেন এটি একটি ফাঁদ ছাড়া আর কিছুই নয়!
2. Password ও অন্যান্য তথ্য
বিকাশ আপনার কাছে কখনোই কোনো প্রকার তথ্য চাইবে না। আপনি যখন একাউন্ট করেন তখন ই আপনি তাদের আপনার তথ্য প্রদান করেছেন। সুতরাং আপনার তথ্য সমুহ তাদের কাছে আছে ই, নতুন করে কেন চাইবে?
3. আপনার একাউন্ট ব্যালান্স
আপনাকে করোনা সাহায্যে টাকা দিলে আপনার ব্যালান্স জানার কোনো প্রয়োজন ই নেই। তারা আপনার থেকে আপনার ব্যালান্স জেনে, আপনার ব্যালান্স বেশি হলে আপনাকে টার্গেট করবে।
4. রেফারেল কোড
আপনাকে বিকাশের একটি এপ্লিকেশন ডাউনলোড করতে বলবে । আপনি সে লিংক এ গেলে দেখবেন URL বক্সে একটি রেফারেল কোড দেখাচ্ছে। এটা আসলে রেফারেলের মাধ্যমে ইনকাম করার একটি পথ। আপনি লোভে পড়ে ডাউনলোড করবেন, আর সে টাকা ইনকাম করবে। আপনি কিছুই পাবেন না।
5. ২০ গ্রুপে মেসেজটি শেয়ার করুন
আপনাকে সর্বোশেষ ধাপে বলবে ২০টি গ্রুপে মেসেজটি শেয়ার করতে যেখানে লিখা
“…. আমি পেয়েছি, আপনারাও পাবেন, নিচের লিংকে গিয়ে নিয়ে নিন…”
দেখুন আপনি টাকা পান নি অথচ শেয়ার করতে হলো যে আপনি পেয়েছেন। এটা তাদের ভাইরাসের মত প্রচারের অংশ।
ধরে নিলাম আপনি এটা করলেন, এরপর পরের ধাপে গেলে দেখবেন “Error, Sorry আপনি ২০টি গ্রুপে শেয়ার করেন নি।”
আপনি এমন ভাবে ধোকা খাবেন, বিনিময়ে আপনার একাউন্ট হ্যাক হওয়া ছাড়া কিছুই পাবেন না।
নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন। আপনার সম্পদের রক্ষার নিশ্চয়তা আপনার হাতেই রাখুন। এমন ফাঁদে পা দিবেন না।
ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। ধন্যবাদ।