আসসালামু আলাইকুম।তো কেমন আছেন আপনারা?আশাকরি অনেক বেশি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।প্রতিদিন আমি আমার আইডি থেকে নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হই।ঠিক আজও আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ব্লগ নিয়ে।ব্লগটি সবসময়ের মতো এবারো অনেকে ইন্টারেস্টিং হতে চলবে।কাজেই সম্পুর্ন ব্লগটি পড়বেন সে কামনায় করছি।তো আজকে আমাদের নির্দিষ্ট একটি বিষয় আলোচনার মূখপাত্র হয়ে দাড়িয়েছে।তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।
তো আজকে আমি আলোচনা করব কিভাবে ফেসবুক একাউন্ট খুলবেন।যারা এখনো জানেন না যে কিভাবে ফেসবুক একাউন্ট খুলে আজকের ব্লগটি তাদের জন্য। ফেসবুক বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় সোশ্যাল সাইট।এখানে আপনি যাকে চাই তাকে বন্ধু বানাতে পারবেন।চেটিং করতে পারবেন।ফটো, ভীডীও ও আপনার দিন টি সবার মাঝে সেয়ার করতে পারবেন।একটি ফেসবুক একাউন্টে খুল্লে তাই মন্দ হয় না।কাজেই চলুন শিখে নিই কিভাবে খুলবেন একটি ফেসবুক একাউন্ট।একদম ডিটেইলস এ বলে দিচ্ছি।
প্রথমে যাবেম প্লে স্টোর।সেখানে গিয়ে সার্চ দিবেম F Lite তারপর F লগো নিয়ে একটি ২ এমবির এপ আসবে।এপটি ডাউনলোড করে ইন্সটল করে নিবেন।এপিটি উপেন করলে দুটি অপশন দেখবেন। প্রথমটি হচ্ছে লগ ইন একাউন্ট আর দ্বিতীয়টি হচ্ছে Create a account। কাজেই Create a account এ ক্লিক করে একাউন্ট তৈরি করতে হবে।এ অপশনে ক্লিক করলে আপনার একাউন্ট খোলা শুরু হবে।প্রথমে আপনাকে First Name এরপর Last Name লিখতে বলবে।First name এ দিবেন নামের প্রথম অংশ আর Last name এ দিবেন নামের শেষ অংশ।তারপর আপনার জন্মতারিখ সিলেকট করতে বলবে।ঠিকমতো সিলেকট করে নিবেন।তারপর Gender সিলেকট এ আপনি পুরুষ হলে Male আর মহিলা হলে Female সিলেকট করবেন।তারপর আপনার পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে।পাসওয়ার্ড সিলেকট করে নিবেন।তারপর ফোন নম্বর দিতে বলবে।ফোন নম্বর দিয়ে দিবেন।মনে রাখবেন যে ফোন নম্বর দিয়ে আগে কোনো ফেসবুক একাউন্ট খোলা হয় নি,ঠিক সেরকম ফোন নম্বর দিয়ে একাউন্টটি খুলতে হবে।তারপর ফোনে ভেরিফিকেসন কোড আসবে।ভেরিফিকেশন কোডটি দিয়ে দিতে হবে আর কি।এভাবে আপনার একাউন্ট কম্পলিট।
অবশ্যই পড়বেনঃ
#অনালাইন আয়ের বাংলাদেশি বেস্ট সাইট।Grathor.com
তো আজ এ পর্যন্ত।দেখা হবে অন্য আরেকটি পোস্টে।সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।আর হ্যা, নিশ্চয়ই করোনা ভাইরাসের ভয়াভহতার ব্যাপারে অবগত আছেন।কাজেই ঘরে থাকুন,সুস্থ থাকুন।সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।খোদা হাফেজ।