কি করা উচিত সন্তানের, পিতামাতার প্রতি জীবিত থাকতে ও ইন্তেকালের পর?

কি করা উচিত সন্তানের, পিতামাতার প্রতি জীবিত থাকতে ও ইন্তেকালের পরঃ
পিতামাতার উসিলায় সন্তান এই দুনিয়ার মুখ দেখতে পায়।প্রত্যেক সন্তানের জন্য মাতাপিতার মত এত মায়া, ভালোবাসা, স্নেহশীল ব্যক্তি পৃথিবীতে আর কেহ নেই।পিতামাতা সন্তানের জন্য মহান বিধাতার পক্ষ থেকে এক কঠিন উপহার।যা সবার কপালে থাকে না।তাই প্রত্যেক সন্তানের উচিত তাদের যত দূর সম্ভব পিতামাতার খেদমত করার।
সন্তান পৃথিবীতে যত সুখ ,শান্তি পেয়ে থাকে তা সব কিছু পিতামাতার জন্য পেয়ে থাকে।
আমরা জানি কি ,এই পিতামাতা সন্তানের জন্য কত কষ্ট করেন?
সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের যে কত কষ্ট, তা শুধু আর শুধুমাত্র মা যারা তারাই ভালো জানেন।প্রসবের ব্যথা যে কত কষ্টের।
আল্লাহ বলেনঃ
প্রসবের সময় যদি কোন মা ইন্তেকাল করেন তার জন্য শহীদি সওয়াব রয়েছে।তাহলে বুঝতেই পেরেছেন কত কষ্ট হলে শহীদি সওয়ার পাওয়া যায়।
সন্তান যখন এই দুনিয়াতে আগমন করে তাকে বড় করতে গিয়ে পিতামাতা তাদের সুখ শান্তি সৌন্দর্য বিসর্জন করে দেয়।
আমাকে বলতে পারেন ,পৃথিবীতে এমন কেহ আছেন যিনি আপনার জন্য তার নিজের জীবনকে এইভাবে বিসর্জন দিবেন?
পিতামাতা ভালো খাবার না খেয়ে সন্তানকে খেতে দেন,

ভালো পোষাক পিতামাতা না পরে সন্তানকে ভালো পোষাক ক্রয় করে দেন।সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে তারা দিনের পর দিন কষ্ট করে টাকা জমিয়ে সন্তানকে বড় বড় কলেজ*ভার্সিটিতে ভর্তি করিয়ে দেন।পিতামাতা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা আয় করে।পিতামাতা ৫*১০টাকার গাড়ি ভাড়া না দিয়ে হেটে গিয়ে ঐ টাকাটা জমিয়ে সন্তানকে খাবার কেনে দেন।
এক কথায়,পিতামাতা সন্তানের জন্য তাদের নিজেদের জীবনকে বিসর্জন করে দেয়।পিতামাতার মত এত আপন এই দুনিয়াতে সন্তানের জন্য আর কেহ নেই।
যেই পিতামাতা সন্তানের জন্য এত কিছু করল।সেই সন্তানের কি পিতামাতার জন্য কিছুই করার নেই?
হ্যা ,আছে ,
চলুন এবার আমরা জেনে নেই পিতামাতর প্রতি সন্তানের কি কর্তব্য রয়েছে ?
পিতামাতার প্রতি সন্তানের অনেক অনেক গুলো কর্তব্য রয়েছে।আমরা এগুলোকে দুভাবে বিভক্ত করতে পারি।যথাঃ
১:জীবিত থাকা অবস্থায়,
২: ইন্তেকালের পর,
এবার আমরা জানবো জীবিত থাকা অবস্থায় সন্তানের কি করা উচিত:
১:কৃতজ্ঞতা প্রকাশ করা:পিতামাতা যেহেতু তাদের জীবন সন্তানের কল্যানের জন্য বিলিয়ে দিয়েছেন ।সেক্ষেত্রে আচার আচরনের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি,
২:সদ্ব্যবহার:পিতামাত­ার প্রতি সন্তানের সদ্ব্যবহার করা উচিত।
৩: পিতামাতার আদব রক্ষা করা ,
৪: পিতামাতার সম্মান রক্ষা করা ,
৫: পিতামাতার আনুগত্য করা ,
৬: পিতামাতার খেদমত করা ,
৭: পিতামাতকে সন্তুষ্ট রাখা,
ইত্যাদি ,
চলুন এবার জেনে নেয়া যাক পিতামাতার ইন্তেকালের পর তাদের প্রতি সন্তানের কি দায়িত্ব রয়েছে:
পিতামাতা ইন্তেকালের পর সন্তানের যে দায়িত্ব রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলোঃ
১: দাফন কাফনের ব্যবস্থা করা ,
২ :ওয়াদা পূরণ করা ,
৩: অসিয়ত পূর্ণ করা ,
৪: ঋণ পরিশোধ করা ,
৫: দোয়া ও কল্যাণ কামনা করা ,
৬: আত্নীয়দের প্রতি সদাচরণ করা ,
৭: নেক আমল করা,
ইত্যাদি।
প্রত্যেক সন্তানের উচিত উপরের লেখাগুলো মেনে চলা।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
আমিন।
ধন্যবাদ।

Related Posts

2 Comments

মন্তব্য করুন