ক্যালকুলেটরের চেয়ে স্প্রেডশিট প্রােগ্রামে কাজ করে সুবিধাজনক ।

বিসমিল্লাহি রহমানের রাহিম

সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ

আসসালামুয়ালাইকুম

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন

আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন

ক্যালকুলেটরের চেয়ে স্প্রেডশিট প্রােগ্রামে কাজ করে সুবিধাজনক ।
স্বাভাবিক হিসাব নিকাশের জন্য ক্যালকুলেটরের ব্যবহার কাজ করার পদ্ধতি সম্পর্কে সবাই কম – বেশি জানে ।
ক্যালকুলেটরের বােতাম টিপে সহজেই সাধারণ হিসাব নিকাশের কাজ থেকে শুরু করে যকোনাে বড় ধরনের হিসাবের কাজ ও করা যায় ।
ক্যালকুলেটরের সাহায্যে যােগ , বিয়ােগ , গুণ , ভাগ করে একটি হিসাব মিলাতে যত সময় লাগে তার চেয়ে অনেক কম সময়েই ঐ হিসাবটি করা যায় প্রেডশিট প্রােগ্রামের সাহায্যে ।
ধরা যাক ৫ / ৬ অঙ্কবিশিষ্ট ৫০টি সংখ্যার যােগফল নির্ণয় করতে হবে ।
ক্যালকুলেটরের সাহায্যে এই যােগটি করার জন্য অসংখ্যবার ক্যালকুলেটরের বােতাম চাপতে হবে ।

কিন্তু স্প্রেডশিট প্রােগ্রামের সাহায্যে এই যােগটি করার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময়ের প্রয়ােজন । কারণ স্প্রেডশিট ফাংশনের সাহায্যে সংখ্যাগুলাের সেলের মান রেঞ্জ দ্বারা নির্ধারণ করে দিলেই যােগফল পাওয়া যাবে ।
আবার ক্যালকুলেটরের বােতাম চাপতে ভুল হলে যােগফলও ভুল হবে । ফলে ভুল সংশােধনের জন্য আবার প্রথম থেকে হিসাব করতে হবে ।
অথচ স্প্রেডশিট ক্ষেত্রে কোনাে ভুল থাকলে শুধুমাত্র ভুল গুলাে সংশােধন করে দিলেই সম্পূর্ণ হিসাব ও তার ফলাফল আপনা – আপনিই পুনর্বিন্যাস্ত হয়ে যাবে

বড় ও জটিল হিসাব স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য স্প্রেডশিট প্রােগ্রাম খুবই উপযােগী । স্প্রেডশিট সবচেয়ে বড় সুবিধা হলাে গাণিতিক কাজের । সুবিধার্থে ফর্মুলা ও ফাংশন ব্যবহার করা যায় ।

আমরা বলতে পারি যে , গাণিতিক হিসাবে ক্যালকুলেটরের চেয়ে অতি সহজে যেকোনাে বড় হিসাব স্প্রেডশিট মাধ্যমে সমাধান সুবিধাজনক

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা
ক্যালকুলেটরের চেয়ে স্প্রেডশিট প্রােগ্রামে কাজ করে| সুবিধাজনক । বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা সবাই এই নিয়ম অনুযায়ী মেনে কাজ করবেন

আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন

আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts