গুগল ক্রোমের ৩টি জাদুকরী এক্সটেনশন ব্যবহার

গুগল ক্রোমের ৩টি জাদুকরী এক্সটেনশনের ব্যবহার !

আস্সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।

আশা করি সকলেই ভালো আছেন এবং আমার আজকের পোস্টটি সকল কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারকারীদের অনেক অনেক কাজে আসবে।

কম্পিউটার আমাদের জীবনে বর্তমানে অনেক জরুরী তবে এর ব্যবহার অনেকেই না জানার কারণে অন্যের থেকে এখন পিছিয়ে আছি।

সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের লেখা।

১. প্রিন্ট ফেন্ডলী এন্ড পিডিএফ:

যে কোন পেইজকে খুব

দ্রুত ও সহজে নিজের মতো করে প্রিন্ট করার ব্যবস্থা করা যায় এই লিংকের এক্সটেনশন ব্যবহার করে। এছাড়াও পেইজের যেকোন অংশ খুব দ্রুত রিমুভ করেও প্রয়োজন মতো প্রিন্ট করতে পারবেন।

প্রিন্ট ফেন্ডলী এন্ড পিডিএপ
প্রিন্ট ফেন্ডলী এন্ড পিডিএপ

লিংকে ঢুকে সর্বপ্রথম আপনাকে এক্সটেনশনটি এড করে নিতে হবে। তারপর নিজের মতো করে ব্যবহার করুন।

প্রিন্ড ফেন্ডলী এন্ড পিডিএফ
প্রিন্ড ফেন্ডলী এন্ড পিডিএফ

২. গুগল ফ্লাগ:

আমরা যখন একটি ব্রাউজারে একাধিক ট্যাব ওপেন করে কাজ করি। তখন অনেকেই একটি সমস্যায় পড়ি কোন ট্যাবে কি আছে তা দেখা যায় না। এই সমস্যা দূর করার জন্য এই লিংকের এক্সটেনশন ব্যবহার করতে পারেন। যা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে।

গুগল প্লাগ্স
গুগল প্লাগ্স

এই লিংকে ঢুকে সর্বপ্রথম আপনাকে এক্সটেনশনটি এড করে নিতে হবে।

তারপর নিচের চিত্রে মতো সার্চ ফিল্ডে hover লিখুন এবং নিজের মার্ক করা দুটি অপশন এনএবল করে দিন।

তারপর কিছুক্ষণের জন্য আপনার ব্রাউজারটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং অটোমেটিক আবারও অন হবে।

তারপর একাধিক ট্যাবে ওপেন করেন আর ট্যাবের উপর মাউস পয়েন্টার নিয়ে যান আর ম্যাজিক দেখেন।

৩. ইমেল নোটিফিকেশন:

বর্তমানে কম্পিউটারে বা ল্যাপটপে ইমেইল আশা মাত্রই আপনাকে জানিয়ে দেওয়া হবে, এমন কোন এক্সটেনশন যদি খুঁজে থাকেন তাহলে এই সমস্যা দূর করার জন্য এই লিংকের এক্সটেনশন ব্যবহার করেন।

এই লিংকে ঢুকে সর্বপ্রথম আপনাকে এক্সটেনশনটি এড করে নিতে হবে। তারপর থেকে কোন ইমেইল আশা মাত্রই আপনাকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে এই এক্সটেনশনের মাধ্যমে।

ইমেইল নোটিফায়ার
ইমেইল নোটিফায়ার

ধন্যবাদ এতক্ষণ সময় ব্যয় করে পড়ার জন্য।

পরবর্তীতে এমন আলোচনা করা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।

Related Posts