গুগল ডকস্ কি? মোবাইলে কিভাবে গুগল ডকস্ ব্যাবহার করবেন?

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আসা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা Google কে কিন্তু আমরা সবাই চিনি।কিন্তু গুগলের যে কতগুলো প্রোডাক্ট রয়েছে এবং সেগুলো আমাদের কিভাবে কিভাবে সাহায্য করতে পারে তাও আবার ফ্রীতে, এটা সম্পর্কে জানে এমন মানুষ কিন্তু অনেক কম আছে। গুগলের সকল প্রডাক্ট সম্পর্কে কিন্তু তেমন কারোর কোনো ধারণা নেই।আজকের আর্টিকেল আমরা গুগলের এমন একটি প্রোডাক্ট বা অ্যাপ নিয়ে আলোচনা করবো যেটি আমাদের অনেক কাজে আস্তে পারে। আর সম্পূর্ণ ফ্রীতে এটিকে আমরা আমাদের কাজে ব্যাবহার করতে পারবো।

গুগল ডকস্ কি?

গুগল ডকস্ হলো গুগলের এমন একটি প্রোডাক্ট যেটির মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড এর মত আমরা চাইলে অত্যন্ত সহজে কোনো ডকুমেন্ট তৈরি করে নিতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, গুলোতে করা কাজগুলো সহজে আমরা গুগল ডকস্ এর মাধ্যমে করে নিতে পারি।

গুগল ডকস্ এর সুবিধা

গুগল ডকস্ এর সুবিধা হলো এটি গুগলের একটি প্রোডাক্ট যার কারণে আমরা বিশ্বাসের সহিত এখানে যেকোনো ডকুমেন্ট তৈরি করে সেটিকে সেভ করে রাখতে পারি।

মাইক্রোসফট ওয়ার্ড,এক্সেল এর মত অ্যাপ গুলোতে ইনস্টল করা, অ্যাকাউন্ট করার সময় অনেক ক্ষেত্রে অনেকে ঝামেলায় পড়ে থাকে, কিন্তু ডকস্ এর ক্ষেত্রে এমন কোনো সমস্যা হয় না।

নিজের যেকোনো একটি জিমেইল এর মাধ্যমে খুন সহজে একটি অ্যাকাউন্ট তৈরি করা যায় মাত্র ১-২ মিনিটে।

কোনো জরুরি শিট তৈরি করার ক্ষেত্রে আমরা এক্সেলে কাজ করে থাকি।কিন্তু গুগল ডকস্ এর মাধ্যমে আমরা সেসব এখানে করতে পারি।

প্রফেশনাল রাইটার হওয়ার ক্ষেত্রে

আপনি যদি চান আর্টিকেল লিখে ইনকাম করবেন, কিন্তু সেটি সোশ্যাল ক্লায়েন্ট খুজার মধ্যে দিয়ে, সেক্ষেত্রে গুগল ডকস্ আপনার জন্য অনেক উপকারী।

সাধারণত আমরা প্রোফেশনাল ভাবে আর্টিকেল লিখলেও ফ্রিল্যান্সিং সাইট গুলোতে অনেক কম মানুষ কনটেন্ট লিখি, কিংবা কন্টেন্ট রাইটার হিসেবে যুক্ত হয়।

অনেকেই আছি আমরা, করা ফেসবুক সহ নানা সোশ্যাল মাধ্যমে পোস্ট করে ক্লায়েন্ট খুঁজে তাদের আর্টিকেল লিখে দিয়ে ইনকাম করি।

এক্ষেত্রে প্রথমত আমাদেরকে তাদের একটি ডেমো দেখানোর প্রয়োজন হয়।আপনি না জানলেও এটা সত্য যে, একজন প্রোফেশনাল আর্টিকেল রাইটার অবশ্যই গুগল ডকস্ এর মাধ্যমে তার ক্লায়েন্ট কে ডেমো দেখায়।

একই ভাবে অর্ডার সেল করার জন্য ও গুগল ডকস্ লিংক দের মাধ্যমে অত্যন্ত সহজে সেটি করা যায়।

কিভাবে ব্যাবহার করবেন?

Play store এ গিয়ে সার্চ করবেন Google Docs লিখে,প্রথমেই পেয়ে যাবেন অ্যাপটি।অবশ্যই মোবাইল দিয়ে ব্যাবহার করতে পারবেন।

মাইক্রোসফট আর এটির মধ্যে তফাৎ হলো গুগল ডকস্ ব্যাবহার করতে ইন্টারনেট কানেকশন অন করে রাখতে হয়।

শেষ কথা

তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝে গেলেন যে গুগল ডকস্ ফ্রীতে ডাউনলোড করে আমরা অনেক সুবিধা এটি থেকে নিতে পারি।

এটি যেহেতু গুগলের নিজস্ব প্রোডাক্ট, তাই এটির মাধ্যমে আমরা বিভিন্ন ডকুমেন্ট সাজিয়ে সেভ রাখতে পারি।

তার সাথে কাওকে শেয়ার করে দিতে পারি অত্যন্ত সহজে।

Related Posts

9 Comments

মন্তব্য করুন