আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে।
আশাকরি সকলে সুস্থ আছেন।
আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি।
বিষয়টি হলো কিভাবে গুগল থেকে সহজে টাকা ইনকাম করবেন।
মুলত সহজে গুগল থেকে টাকা আয় করার মাধ্যম দুটি।
১. গুগল এডসেন্স
২. গুগল এডমোব
গুগল এডসেন্সঃ গুগল এডসেন্স হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় এবং জনপ্রিয় সাইট যা ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদান করে এবং সেই বিজ্ঞাপন এর জন্য টাকা পেমেন্ট করে থাকে। গুগল এডসেন্স এর সাহায্যে আপনি সহজেই অনলাইন আর্নিং এর জগতে পা বাড়াতে পারবেন। এবং এতে কোন বাড়তি খরচ বা ইনভেস্ট করতে হয়না।
আপনি আপনার এডসেন্স একাউন্ট থেকে নেওয়া এড কোড আপনার ওয়েবসাইট বা ব্লগে লাগিয়ে সহজে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।
গুগল এডসেন্স নিয়ে আমি আরও একটি পোস্ট করব যেখানে বিস্তৃত আলোচনা করা হবে।
গুগল এডমোবঃ আপনারা হয়ত অনেকে মনে করেন যে আমাদের ফোনে যে এপগুলো থাকে সেই এইগুলা যারা ডেভালাপ করে তারা কি উপকারিতা পায়। হ্যা তারা অবশ্যই এর দ্বারা আয় করে।
আমরা এপ ইউজ করার সময় যে বিজ্ঞাপন গুলো দেখি তা দিয়ে তারা আয় করে।
তাহলে এডসেন্স আর এডমোব এর পার্থক্য কি??
পার্থক্য হলো এডসেন্স ওয়েবসাইট এর জন্য বিজ্ঞাপন প্রদান করে আর এডমোব এপ্সের জন্য বিজ্ঞাপন প্রদান করে।
পরবর্তী পোস্ট এ নিয়ে বিস্তারিত বলা হবে।
আজকের মত এখানেই ইতি টানলাম।
ইতি
মারুফ
বিঃদ্রঃ এই পোস্ট টি কোনো সাইট থেকে কপিকৃত নয়। যদি কোনো সাইট এর পোস্ট এর সাথে মিলে যায় তা সম্পুর্ণ কাকতালীয়।
এবার নিজের ওয়েবসাইট নিজেই বানিয়ে নিন। কোডিং দক্ষতা ছাড়া
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে নিজের একটি ব্লগসাইট বানিয়ে নিবেন নিজে নিজেই।
তো শুরু করা যাক।
প্রথমে নিচের দেয়া লিনক এ ক্লিক করুন।
Create New Blog এ ক্লিক করুন।
তারপর sign in with google এ ক্লিক করে আপনার গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করুন। New blog এ ক্লিক করুন।
Blog title এ আপনার ব্লগের নাম দিন এবং পরের বাক্সে আপনার ব্লগের লিনক দিন যা আগে অন্য কেউ ব্যবহার করেনি।
এরপর next এ ক্লিক করুন।
আপনার ব্লগসাইটটি এবার প্রস্তুত ব্যবহার এর জন্য।
আপনি ইচ্ছা করলে আপনার ব্লগের থীম চেঞ্জ করতে পারেন।
পরবর্তীতে আমি কিছু প্রিমিয়াম থীম নিয়ে পোস্ট করব যা আপ্নারা ফ্রীতে নিতে পারবেন এবং আপনার ব্লগ সাইটে প্রচুর পরিমাণ ট্রাফিক নিয়ে আয় করতে পারবেন।
এছাড়া আপ্নারা ব্লগের মাধ্যমে কিভাবে আয় করবেন তা আমি পরবর্তী পোস্ট এ বলব।
তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন এমলোড.xyz এর সাথে থাকুন।
আল্লাহ হাফেজ।।।।
Next post: ব্লগসাইট দিয়ে সহজে টাকা ইনকাম করুন কোনো ঝামেলা ছাড়া। (Coming soon..)
বিঃদ্রঃ এই পোস্ট টি কোনো সাইট থেকে কপিকৃত নয়। যদি কোনো সাইট এর পোস্ট এর সাথে মিলে যায় তা সম্পুর্ণ কাকতালীয়।