আসসালামুয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন.
বর্তমান অনলাইন এ জগতে ইউটিউব একটি ভালো ইনকামের জন্য প্ল্যাটফর্ম. বর্তমানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ইউটিউব এ শ্রম দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে এবং নিজের হাত খরচ টা চালানোর জন্য কাজ করতে. ইউটিউবে কাজ করতে গেলে সবার আগে প্রয়োজন মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটার এবং সাথে ক্যামেরা. ল্যাপটপ বা কম্পিউটার অনেকেরই নেই কিন্তু মোবাইল সবারই আসে. এবং বেশিরভাগ মানুষ মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে তাই ইউটিউবে প্রচার করে. মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতে গেলে কিছু সফটওয়্যার এর প্রয়োজন পড়ে তার মধ্যে একটা হল স্ক্রিন রেকর্ডার. স্ক্রিন রেকর্ডার অনেক ধরনের আছে প্লে স্টোরে কিন্তু ভালো স্ক্রিন রেকর্ডার গুলো ব্যবহার করতে গেলে মোবাইল রুট করে তারপর ব্যবহার করতে হয়. ইতিহাসে গেমিং ভিডিও তৈরি করে তার জন্য ভালো স্ক্রিন রেকর্ডার পাচ্ছে না. আমি আজকে যে স্ক্রিন রেকর্ডার সম্পর্কে কথা বলব এটি গেম রেকর্ডিং এবং বিভিন্ন মোবাইলের স্ক্রিন রেকর্ড এর জন্য সবথেকে ভালো একটা অ্যাপস. এই অ্যাপস এর মাধ্যমে আপনারা হাই রেজুলেশনের দাঁড়া ভিডিও রেকর্ড করতে পারবেন. আপনি সর্বোচ্চ 1080 পিক্সেল এর ভিডিও ধারণ করতে পারবেন এবং সাথে ভয়েস রেকর্ড করতে পারবেন. আপনার ভিডিও কোয়ালিটি যেমন ক্লিয়ার হবে ভয়েস কোয়ালিটি তেমনি সুন্দর হবে. আপনার প্লে স্টোর থেকে এই লিংকে দেওয়া অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং অ্যাপস টি অপেন করে গেট স্টার্টেড এ ক্লিক করে সেটিংসে গিয়ে রেজুলেশন এর জায়গায় 1080 দিয়ে দিবেন. আপনারা ভিডিও রেকর্ড করার সময় তুলি দিয়ে মার্ক করতে পারবেন. আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি নিচে.
আমার মনে হয় যারা গেমিং ভিডিও তৈরি করেন এবং ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাদের জন্য এই স্ক্রিন রেকর্ডার খুবই ভালো কাজ করবে.