গ্রামীন সিমের সকল অফার চেক কোড

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। গ্রামীন সিমের সকল অফার চেক কোড –

গ্রাহকসেবার মান উন্নয়নে সবার উপরে অবস্থান করে গ্রামীনফোন।নিশ্চিন্ত এবং নিরবিছিন্ন নেটওয়ার্ক পৌছে দিচ্চে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে।গ্রাহকদের জন্য নিত্যনতুন অফার নিয়ে হাজির হয় আমাদের সামনে।আজ আমি জিপি গ্রাহকদের জন্য জিপির কিছু কোড নিয়ে আসলাম।আশা করি আপনাদের উপকার হবে।

বিভিন্ন ধরনের সাপ্তাহিক জিপি ইন্টারনেট অফার ও এমবি চেক করার কোড নিচে দেওয়া হলোঃ

১. Activation Code5MB / ৫এমবি2.74 TK / ২.৭৪ টাকা3 Days / ৩দিন* 121*3002#512MB / ৫১২এমবি28 TK / ২৮ টাকা3 Days / ৩দিন*121*3256#1GB / ১জিবি31 TK / ৩১ টাকা5 Days / ৫দিন*121*5087#1GB / ১জিবি77 TK / ৭৭ টাকা7 Days / ৭দিন*121*3056#2.5GB (512MB 4G) / ২.৫জিবি (৫১২এমবি ৪জি)57 TK / ৫৭ টাকা3 Days (72Hours) / ৩ দিন (৭২ ঘন্টা)*121*3242#3.5GB (512MB 4G) / ৩.৫জিবি (৫১২এমবি ৪জি)69 TK / ৬৯ টাকা3 Days / ৩দিন*121*3282#5GB (1GB 4G) / ৫জিবি (১জিবি ৪জি)114TK / ১১৪ টাকা7 Days / ৭দিন*121*3344#8GB (6GB Regular + 2GB 4G) / ৮জিবি (৬জিবি রেগুলার + ২জিবি ৪জি)148 TK / ১৪৮ টাকা7 Days / ৭দিন*121*3262#12GB (10GB Regular + 2GB 4G) / ১২জিবি (১০জিবি রেগুলার + ২জিবি ৪জি)198 TK / ১৯৮ টাকা7 Days / ৭দিন*121*3133#

গ্রামীণফোন মাসিক ইন্টারনেট প্যাকেজ ঃ

ডাটা ভলিউম / Data Volumeদাম / Data Priceডাটার মেয়াদ /  Validityঅ্যাক্টিভেশন কোড / Activation Code115 MB / ১১৫ এমবি58 TK / ৫৮ টাকা30 Days / ৩০ দিন*121*3005#555 MB / ৫৫৫ এমবি149 TK / ১৪৯ টাকা28 Days / ২৮ দিন*121*3007#1 GB / ১ জিবি189 TK / ১৮৯ টাকা30 Days / ৩০ দিন*121*3390#1.5 GB / ১.৫ জিবি239 TK / ২৩৯ টাকা30 Days / ৩০ দিন*121*3027#2 GB (512MB 4G) / ২ জিবি (৫১২এমবি ৪জি)197 TK / ১৯৭ টাকা30 Days / ৩০ দিন*121*3027#3 GB / ৩ জিবি289 TK / ২৮৯ টাকা30 Days / ৩০ দিন*121*3391#5 GB / ৫জিবি120 TK / ১২০ টাকা30 Days / ৩০ দিন*121*5358#5 GB / ৫ জিবি299 TK / ২৯৯ টাকা30 Days / ৩০ দিন*121*3458#10 GB (2GB 4G) / ১০ জিবি (২জিবি ৪জি)399 TK / ৩৯৯ টাকা30 Days / ৩০ দিন*121*3392#15 GB / ১৫ জিবি498 TK / ৪৯৮ টাকা30 Days / ৩০ দিন*121*3459#25 GB (20GB Regular + 5GB 4G) / ২৫ জিবি (২০জিবি রেগুলার + ৫জিবি ৪জি)649 TK / ৬৪৯ টাকা30 Days / ৩০ দিন*121*3393#50 GB (30GB Regular + 20GB 4G) / ৫০ জিবি (৩০জিবি রেগুলার + ২০জিবি ৪জি)998 TK / ৯৯৮ টাকা30 Days / ৩০ দিন*121*3394#

জিপি ইন্টারনেট অফার প্যাকেজ সমূহ ২০২১ – Grameenphone Internet Offer Packages 2021

গ্রামীনফোনে এমবি অফার দেওয়া হয় মাঝেমধ্যে। উল্লেখ্য যে এই এমবির অফারগুলো সবাই পাবেন না। গ্রামীনফোনের অফার ইন্টারনেট প্যাকেজ ও কেনার কোড হলোঃ

ডাটা ভলিউম / Data Volumeদাম / Data Priceডাটার মেয়াদ /  Validityঅ্যাক্টিভেশন কোড / Activation Code1 GB Offer / ১ জিবি অফার5 TK / ৫ টাকা7 Days / ৭দিন*500*45#1 GB Offer / ১ জিবি অফার18 TK / ১৮ টাকা8 Hours / ৮ ঘন্টা*121*3234#1 GB Offer / ১ জিবি অফার21 TK / ২১ টাকা7 Days / ৭দিন*121*5097#1 GB Offer / ১ জিবি অফার27 TK / ২৭ টাকা7 Days / ৭দিন*121*5299#2 GB Offer / ২ জিবি অফার98 TK / ৯৮ টাকা7 Days / ৭দিন*121*3322#1 GB Offer / ১ জিবি অফার9 TK / ৯ টাকা28 Days / ২৮ দিন*5020*2217#

*121*5233#

1 GB Offer / ১ জিবি অফার50 TK / ৫০ টাকা30 Days / ৩০ দিন*121*3390#

জিপি স্পেশাল ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভেশন কোডঃ

গ্রামীনফোনে বিভিন্ন এমবির অফার চালু করার জন্য কোড রয়েছে। স্পেশাল জিপি ইন্টারনেট প্যাকেজ ও এর কোড হলোঃ

ডাটা ভলিউম / Data Volumeদাম / Data Priceডাটার মেয়াদ /  Validityঅ্যাক্টিভেশন কোড / Activation CodeFacebook Pack / ফেসবুক প্যাক1.64 TK / ১.৬৪টাকা3 Days / ৩ দিন*121*3022#Facebook Pack / ফেসবুক প্যাক6.56 TK / ৬.৫৬টাকা7 Days /  ৭ দিন*121*3023#26MB Whatsapp / ২৬এমবি হোয়াটসঅ্যাপ2.61 TK / ২.৬১টাকা3 Days / ৩ দিন*121*3063#Facebook Pack / ফেসবুক প্যাক20 TK / ২০টাকা30 Days / ৩০ দিন*121*3024#26MB Viber Pack / ২৬এমবি ভাইবার2.61 TK / ২.৬১টাকা3 Days / ৩ দিন*121*3070#Emergency Data Loan 12MB / ইমার্জেন্সি ডাটা লোন ১২এমবি5 TK / ৫টাকা3 Days / ৩ দিন*121*3021#

গ্রামীনণফোন রিচার্জ ভিত্তিক ইন্টারনেট প্যাক ২০২১

ডাটা ভলিউম / Data VolumeRecharge Amount / রিচার্জের পরিমাণপ্যাকের মেয়াদ / Validity30 MB / ৩০ এমবি12 TK / ১২ টাকা3 Days / ৩ দিন60 MB / ৬০ এমবি22 TK / ২২ টাকা3 Days / ৩ দিন250 MB / ২৫০ এমবি31 TK / ৩১ টাকা3 Days / ৩ দিন75 MB / ৭৫ এমবি37 TK / ৩৭ টাকা7 Days / ৭ দিন100 MB / ১০০এমবি56 TK / ৫৬ টাকা30 Days / ৩০ দিন1 GB / ১ জিবি94 TK / ৯৪ টাকা7 Days / ৭ দিন1.5 GB / ১.৫ জিবি104 TK / ১০৪ টাকা7 Days / ৭ দিন250 MB / ২৫০ এমবি119 TK / ১১৯ টাকা28 Days / ২৮ দিন2 GB / ২ জিবি129 TK / ১২৯ টাকা7 Days / ৭ দিন500 MB / ৫০০ এমবি149 TK / ১৪৯ টাকা28 Days / ২৮ দিন4GB / ৪ জিবি179 TK / ১৭৯ টাকা7 Days / ৭ দিন1.5 GB / ১.৫ জিবি229 TK / ২২৯ টাকা28 Days / ২৮ দিন2 GB / ২ জিবি337 TK / ৩৩৭ টাকা28 Days / ২৮ দিন3 GB / ৩ জিবি427 TK / ৪২৭ টাকা28 Days / ২৮ দিন5 GB / ৫ জিবি609 TK / ৬০৯ টাকা28 Days / ৩ দিন10 GB / ১০ জিবি1157 TK / ১১৫৭ টাকা28 Days / ২৮ দিন12 GB / ১২ জিবি1522 TK / ১৫২২ টাকা28 Days / ২৮ দিন20 GB / ২০ জিবি2436 TK / ২৪৩৬ টাকা28 Days / ২৮ দিন

অটোরিনিউ সুবিধাটি বাই ডিফল্ট OFF থাকে (শুধুমাত্র BS Pre & Post paid গ্রাহক ছাড়া)। তবে গ্রাহকরা চাইলে অটোরিনিউ সুবিধাটি ON করে নিতে পারবে প্যাক একটিভ করার সময়।

প্যাক একটিভ করার পরে অটোরিনিউ চালু করতে “ON” লিখে 25000 এ SMS অথবা ডায়াল করতে হবে *121*3042#। এ ছাড়াও কাস্টমার চাইলে অটোরিনিউ বন্ধ করতে পারে “OFF” লিখে 25000 এ SMS করে অথবা *121*3043# ডায়াল করে।

ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1*4#।

ইন্টারনেট ভলিউম শেষ হবার পর ইন্টারনেট ব্যবহারে কাস্টমার এর টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা(VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#

মেয়াদ শেষ হবার আগেই যদি কাস্টমার একই প্যাক আবার ক্রয় করে অথবা সফল ভাবে অটোরিনিউ হয় তাহলে অব্যবহৃত ইন্টারনেট ভলিউম পরবর্তী প্যাক এর সাথে যোগ হবে।

গ্রাহকের সম্মতিক্রমে চালু করা অটো রিনুয়াল ইন্টারনেট প্যাকগুলোর নবায়ন, ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদ শেষ হবার উপর ভিত্তি করে নির্ধারিত হবে (ভলিউম অথবা মেয়াদ যেটি আগে শেষ হয়)

ইন্টারনেট প্যাক বন্ধ করতে ডায়াল *১২১*৩০৪১#

কাস্টমারের ইন্টারনেট ভলিউম কম থাকাকালীন একই সময়ে যদি কাস্টমারের একাধিক এপলিকেশন সচল থাকে তাহলে টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) রেটে চার্জ হতে পারে। অতএব, ইন্টারনেট ভলিউম কম থাকাকালীন একটি এপলিকেশন থেকে আরেকটি ব্যবহার করার সময়ে আগের এপলিকেশনটি বন্ধ করে নিন

হাই স্পিড ইন্টারনেট এর জন্য কাষ্টমেরকে 3G ফোন ব্যবহার করতে হবে এবং অবশ্যই 3G নেটওয়ার্ক এর ভিতর থাকতে হবে।

হ্যান্ডসেট, ওয়েবসাইট ভিসিট, BTS থেকে দূরত্ব, ব্যবহারের সময় এই সব কিছুর উপরে ইন্টারনেটের অ্যাভারেজ স্পিড নির্ভর করে ।

ক্যাম্পেইন প্যাকের ইন্টারনেট ভলিউম রেগুলার ইন্টারনেট প্যাকের ভলিউমের আগে ব্যবহৃত হবে।

এই প্যাক গুলো skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়

ইন্টারনেট প্যাক বা অফার কেনার সময় আপনি যদি বিকাশ বা কার্ড এর মাধ্যমে টাকা পরিশোধ করতে চান তাহলে মনে রাখবেন প্রিপেইড কাস্টোমারদের জন্য লিমিট হলো ১০ টাকা থেকে ১০০০ টাকা আর পোস্টপেইড কাস্টমারদের জন্য ১০ টাকা থেকে ৫০০০০ টাকা।

ইন্টারনেট প্যাক বা অফার কেনার সময় আপনি যদি বিকাশ বা কার্ড এর মাধ্যমে টাকা পরিশোধ করতে চান তাহলে মনে রাখবেন আপনার যদি পূর্ববর্তী কোনো বকেয়া বা ইমার্জেন্সি ব্যালান্স নেয়া থাকে তাহলে সেই বকেয়া টাকা আগে কাটা হবে। সেক্ষেত্রে ইন্টারনেট প্যাক বা অফারটি এক্টিভেট হবে না।

জিপি সোশ্যাল প্যাক ২০২১ – GP Social Packs 2021

জিপি সোশ্যাল প্যাক এর শর্তাবলিঃ

যদি মেয়াদ শেষ হওয়ার আগেই কাস্টমারের সোশ্যাল ইন্টারনেট ভলিউম শেষ হয়ে যায় এবং কাস্টমারের অন্য কোনো রেগুলার ইন্টারনেট একাউন্ট এ ভলিউম না থাকে, তাহলে ইন্টারনেট ব্যবহারে কাস্টমার এর টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা(VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#

সোশ্যাল প্যাক চালু থাকা অবস্থায় কাস্টমার ফেইসবুক ছাড়া অন্য যেকোনো সাইট ব্যবহার করলে এবং ঐসময় কাস্টমার এর অন্য রেগুলার ইন্টারনেট একাউন্ট এ কোনো ইন্টারনেট ভলিউম না থাকলে ইন্টারনেট ব্যবহারে কাস্টমারের টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা(VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *121*3#

মেসেন্জার থেকে ভয়েস এবং ভিডিও কল এই প্যাক এর অংশ নয়। মেসেন্জার থেকে ভয়েস এবং ভিডিও কল করলে ঐসময় কাস্টমার এর অন্য রেগুলার ইন্টারনেট একাউন্ট এ কোনো ইন্টারনেট ভলিউম না থাকলে কাস্টমারের টাকা ১.১৬৫ /MB (SD+VAT+SC সহ) চার্জ প্রযোজ্য হবে সর্বোচ্চ ৫.৮২৫ টাকা(VAT,SD,SC অন্তর্ভুক্ত) পর্যন্ত।ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *১২১*১#.

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
ধন্যবাদ।

Related Posts

1 Comment

মন্তব্য করুন