ছোট বড় যেকোনো ফেসবুক পেইজের অটো রিপ্লাই সেট করুন এই এপ্সটির মাধ্যমে ..

“”” আসসালামু আলাইকুম “””

আশা করি সবাই ভালো আছেন।
আমি এতদিন আপনাদের জন্য অনলাইন ইনকাম নিয়ে অনেক পোস্ট করেছি। কিন্তু আজ অনলাইন ইনকাম নয়, আজ আমি আপনাদের সাথে অন্য একটি এপ্স শেয়ার করবো যার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক পেইজে অটো রিপ্লাই দিতে পারবেন তাও আপনি এক্টিভ না থাকলেও।

আমরা প্রায় সকলেই হয়তো দেখেছি যে ফেসবুকের অনেক পেজে মেসেজ দিলে দেখা যায় অটোমেটিক একটা মেসেজ আসে ঐ পেজ থেকে। আজকে আপনাদেরকে এটাই শিখাবো।

অনেকেরই ফেসবুক পেইজ আছে কিন্তু অটো রিপ্লাই করার ইচ্ছা থাকলেও না জানার কারণে আপনারা এটি করতে পারছেন না। আপনাদের ফেসবুকে যাদের পেজ আছে তারা ট্রাই করে দেখতে পারেন।

এই এপ্সটির মাধ্যমে সেলিব্রেটির পেজ নয়, চাইলে ব্যক্তিগত ফেইসবুক মানে আপনার নিজের
পেইজেও অটো রিপ্লাই পদ্ধতি সেট করা যায়।

আপনারা গুগলে সার্চ দিলে হয়তো অনেক টিপস পেয়ে যাবেন কিন্তু এগুলো এপ্লাই করা অনেক কঠিন এবং ঝামেলার কাজ।
তাই আমি আজ আপনাদের সাথে সবচেয়ে সহজ এবং ভালো একটি টিপস শেয়ার করবো।
এই এপ্সটির মাধ্যমে আপনারা অনলাইনে না থাকলেও যারা আপনাকে বার্তা পাঠাবেন তারা অটো আপনার রিপ্লাই পেয়ে যাবেন।

আপনারা অনেক বড় বড় পেইজে দেখে থাকবেন যে পেইজে ম্যাসেজ দিলে সাথে সাথেই রিপ্লায় আসে অনেক কিছুই। এই অটো রিপ্লায়ে কি ম্যাসেজ দিবেন সেটি আপনারা নিজেরাও সেট করতে পারবেন।

তাছাড়া এই এপ্সটির মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক পেইজকে আরও সুন্দর করে গুছিয়ে তুলতে পারবেন।
এই এপ্স দিয়ে পেইজের প্রায় সকল কাজই করতে পারবেন। যেমন –
১. পেইজে পোস্ট করতে পারবেন।
২. পেইজে ম্যাসেজের রিপ্লে দিতে পারবেন।
৩. অন্যের কমেন্টের রিপ্লাই দিতে পারবেন।
৪. অটো রিপ্লাই সেট করতে পারবেন।

তাছাড়া এই এপ্সটির মাধ্যমে আপনারা অন্যদেরও পেইজের রাইটার, এডিটর এবং এডমিনও তৈরি করতে পারবেন।
মোট কথায় এই এপ্স দিয়ে আপনি পেইজের সকল কাজই খুব সহজে করতে পারবেন।

তাছাড়া এই এপ্সের মাধ্যমে পেইজে কাউকে invite করাও খুব সহজ এবং খুব দ্রুত সময়ে বেশি মানুষকে ইনভাইট করা যায়।

.
Apps টির নাম হলো – Facebook Pages Manager.

আপনারা প্লে স্টোর থেকে এপ্সটি ডাউনলোড করে তারপর ওপেন করে আপনার ফেসবুক আইডিতে লগিন করলে অটোমেটিক এই এপ্সে আপনার পেইজগুলো চলে আসবে।
তারপর আপনারা আপনাদের পেইজ গুলো নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন।

যাদের ফেসবুক পেইজ আছে তাদের জন্য অনেক উপকারী একটি এপ্স হলো এটি।
আশা করি আমার এই পোস্টটি আপনাদের অনেক কাজে লাগবে এবং ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Related Posts

10 Comments

মন্তব্য করুন