Cheap price backlink from grathor: info@grathor.com

জানা অজানা প্রশ্নউত্তর [ পর্ব ১১ ]

প্রিয় পাঠক কেমন আছেন !

অনেকদিন কোন সমস্যার কারণে এই সাইটে আসতে পারিনি আর লেখালেখি করতে পারেনি সুতরাং আবার এই সাইটে ফিরে আসলাম এখন থেকে নানা ধরনের আর্টিকেল লেখা শুরু করব আশা করি আগের মত একটিভ থাকব তো চলুন আজকে যে পোস্টের বিষয় সেই বিষয়টা শুরু করা যাক এর আগে এই একই প্রশ্নের দশটি পর্ব আমি দিয়েছি আশা করি বন্ধুরা আপনাদের পোস্টগুলো ভালো লাগবে আর সেই গুলো মজার খুব আপনারা দেখে আসতে পারেন চলুন শুরু করা যাক আজকের পোষ্টের বিষয়!

১ = হোমা একমাত্র পাখি আকাশে ডিম পাড়ে, আর সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায় ?

২ = পৃথিবী নিজ অক্ষে ঘন্টায় প্রায় 1000 মাইল বেগে ঘোরে কিন্তু অবিশ্বাস্য গতিতে ও ঘন্টায় এগিয়ে চলে 67000 মাইল বেগে।

৩ = পৃথিবীতে বছরে প্রায় এক লক্ষেরও বেশি ভূমিকম্প হয়ে থাকে কিন্তু বেশিরভাগ ভূমিকম্প ছোট হয় সেগুলোর বোঝা যায় না।

৪ = ডিএনএ প্রথম আবিষ্কার হয় 1869 সালে এটি আবিষ্কার করেন ফ্রেডরিক মিস্কলার।

৫ = জ্বর মাপার জন্য থার্মোমিটার আবিষ্কার হয় 1707 সালে এটি আবিষ্কার করে বিজ্ঞানী গ্যালিলিও

৬ = 1250 সালে রজার বেকন আতশী কাচ আবিস্কার করেন।

৭ = আজ পর্যন্ত সবথেকে উঁচু গাছটির নাম হল ইউক্যালিপটাস গাছ এটার উচ্চতা 435 ফিট।

৮ = 1962 সালে প্রথম টেলিফোন এবং টিভি সিগন্যাল আদান প্রদানে সক্ষম হয়ে থাকে

৯ = জিরাফ 24 ঘন্টার ভিতরে মাত্র 20 মিনিটে ঘুমিয়ে থাকে কিছু কিছু সময় দুই ঘণ্টারও বেশি ঘুমায় সেটা ব্যতিক্রম হয়।

১০ = একটা রাবার অণুতে সাধারণত 65,000 পরমানু থাকে।

১১ = একটি রক্ত কোষের সারা শরীরে ঘুরে আসতে ৬০ সেকেন্ড সময় লাগে.

১২ = একজন পুরুষের প্রতি সেকেন্ডে প্রায় 1000 শুক্র কোষ তৈরি হয় কোষ

১৩ = কিছু কিছু বাঁশের এমন প্রজাতি আছে সেগুলো দিনে ৩ ফুটের থেকেও বেশি বেগ বেড়ে

১৪ = অধিকাংশ সময় দিন অপেক্ষা রাতেই শিশু জন্মগ্রহণ করে বেশি।

১৫ = আকার অনুযায়ী পৃথিবীর সবথেকে শক্তিধর পোকার নাম হলো গোবরে পোকা।

thanks all

Related Posts

13 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No