জীবনের সাফল্য চক্র কি? জীবনের অনুপম সাফল্য চক্র সম্পর্কে জানুন

মানুষের জীবনের প্রতিটি পর্যায়ে সাফল্য থাকে। একেক বয়সে সাফল্য একেক রকম। শিশুকাল থেকে বৃদ্ধবয়স পর্যন্ত সাফল্য থাকে বিভিন্ন রকম। আবার কিছু সাফল্য ঘুরে ফিরে আসে। মানব জীবন তাই সাফল্যের একটা অনুপম চক্র! ছোটবেলায় যেমন শিশুদের নিজে নিজে হাঁটতে পারাটাই একটা সাফল্য, তেমনই বৃদ্ধবয়সেও কারও সাহায্য না নিয়ে হাঁটতে পারা কিংবা শিশুদের মতো বিছানা ভিজিয়ে না ফেলাটাও এক ধরনের সাফল্য! আবার পড়াশোনা, বন্ধুবান্ধব, চাকরি-বাকরি, বিয়েশাদি, ধনসম্পদ অর্জনও মানুষের জীবনে সাফল্যের অনুষঙ্গ। এইসব অনুসঙ্গের অনেক কিছুই আবার মানুষের জীবনে ঘুরেফিরে আসে। মানুষের জীবন আসলে নানারকম সাফল্যের অনুষঙ্গ দিয়ে ঘেরা! আসুন, জেনে নেয়া যাক— মানুষের জীবনের এক এক বয়সে একেক রকম সাফল্য সম্পর্কেঃ

  • ১ বছর বয়সে সাফল্য হচ্ছে— কারো সাহায্য ছাড়া হাঁটতে পারা।
  • ৪ বছর বয়সে সাফল্য হচ্ছে— হিসু করে কাপড়চোপড় ভিজিয়ে না ফেলা।
  • ৮ বছর বয়সে সাফল্য হচ্ছে— নিজে নিজে পথ চিনে বাড়ি ফিরে আসতে পারা।
  • ১২ বছর বয়সে সাফল্য হচ্ছে— সমবয়সী বন্ধুবান্ধব থাকা।
  • ১৮ বছর বয়সে সাফল্য হচ্ছে— ভালো করে মন দিয়ে পড়াশোনা করা।
  • ২৩ বছর বয়সে সাফল্য হচ্ছে— বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়া।
  • ২৫ বছর বয়সে সাফল্য হচ্ছে— আয় উপার্জন করা।
  • ৩০ বছর বয়সে সাফল্য হচ্ছে— পরিবার নিয়ে সংসারী হওয়া।
  • ৩৫ বছর বয়সে সাফল্য হচ্ছে— ধন সম্পদের মালিক হওয়া।
  • ৪৫ বছর বয়সে সাফল্য হচ্ছে— যৌবন ধরে রাখা।
  • ৫০ বছর বয়সে সাফল্য হচ্ছে— সন্তানদের উচ্চশিক্ষিত করে গড়ে তোলা।
  • ৫৫ বছর বয়সে সাফল্য হচ্ছে— নিজের কাজকর্ম ভালোভাবে করতে পারা।
  • ৬০ বছর বয়সে সাফল্য হচ্ছে— ধর্মকর্মে অনুরাগী হওয়া।
  • ৬৫ বছর বয়সে সাফল্য হচ্ছে— রোগমুক্ত সুস্থসবল জীবনযাপন করা।
  • ৭০ বছর বয়সে সাফল্য হচ্ছে— অন্যের বোঝা না হওয়া।
  • ৭৫ বছর বয়সে সাফল্য হচ্ছে— সমবয়সী বন্ধুবান্ধব
    থাকা।
  • ৮১ বছর বয়সে সাফল্য হচ্ছে— নিজে নিজে পথ চিনে বাড়ি ফিরে আসতে পারা।
  • ৮৬ বছর বয়সে সাফল্য হচ্ছে— ছোটবেলার মত কাপড়চোপড় ভিজিয়ে না ফেলা।
  • ৯০ বছর বয়সে সাফল্য হচ্ছে— কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারা।

আসলে মানুষের জীবনে সাফল্য একটি অনুপম চক্র! কেননা, সব কিছুই জীবনে ঘুরেফিরে আসে। শিশুকালে মানুষ যেমন অসহায় থাকে, তেমনই একেবারে বৃদ্ধাবস্থায়ও মানুষ অসহায় হয়ে পড়ে। শিশুরা যেমন বাবা-মা, ভাই-বোন অর্থাৎ বড়দের ধরে হাঁটতে শেখে তেমনই বৃদ্ধাবস্থায়ও মানুষ অনেক সময় নিজে নিজে হাঁটতে পারে না। লাঠি নিয়ে কিংবা কাউকে না কাউকে ধরে তাদের হাঁটতে হয়। তাই নিজের সাফল্য নিয়ে কখনো অহংকার কিংবা বাড়াবাড়ি করা উচিত নয়। জীবনে যতই সাফল্য আসুক, মনে রাখতে হবে— জীবন আসলে একটি চক্র! নিয়তির কঠোর নিয়মে সেই চক্র আবর্তিত হয়।

Related Posts

13 Comments

মন্তব্য করুন