আমরা সবাই চাই আমাদের লেখা মেসেজ গুলো যেন দেখতে একটু সুন্দর হয়। আর সেই মসজি গুলো সুন্দর করার জন্য অমাদের দরকার লেখার সুন্দর স্টাইল বা ফন্ট। আমরা যারা হোয়াটস আপ ব্যবহার করি তাদের মধ্যে অনেকেই জানি না যে কিভাবে হোয়াটস আপ এর ফন্ট গুলো পরিবর্তন করে লেখা যায়। কিন্তু এমন কিছু ট্রিকস আছে যার মাধ্যমে হোয়াটস আপ এর ফন্ট গুলো পরিবর্তন করা যায়। তাছাড়া এন্ড্রয়েড অ্যাপ দ্বারাও ফন্ট পরিবর্তন করা যায়।আর সেই অ্যাপটি হলো fonts keyboardঅ্যাপ।অ্যাপ দ্বারা অথবা ট্রিকস এর মাধ্যমে হোয়াটস আপ এর ফন্ট পরিবর্তন করতে হলে নিচে দেয়া নির্দেশনা অনুসরণ করুন।
হোয়াটস আপ এ ফন্ট পরিবর্তন করার ট্রিকস।
- আপনার টাইপ করা লেখাটি bold অথবা মোটা করতে হলে আপনাকে মেসেজ লেখার আগে ও পরে (*) চিহ্ন দিতে হবে।
- আপনার টাইপ করা লেখাটি italik অথবা বাঁকা করতে হলে অপনাকে আপনাকে মেসেজ লেখার আগে ও পরে dash (_)চিহ্ন দিতে হবে।
- আপনার টাইপ করা লেখাটির মাঝে দাগ দিতে হলে আপনাকে মেসেজ লেখার আগে ও পরে (~) চিহ্ন দিতে হবে।
- আপনার টাইপ করা লেখাটি একটু ফাঁকা করে লিখতে হলে আপনাকে মেসেজ লেখার আগে ও পরে ৩টি (`) চিহ্ন দিতে হবে।
- আপনার টাইপ করা লেখাটি boldওitalik দুটোই করতে হলে আপনাকে মেসেজ লেখার আগে ও পরে(*_) চিহ্ন দিতে হবে।
- আপনার টাইপ করা লেখাটির মাঝে দাগ দিতে ও একটু ফাঁকা করে লিখতে হলে আপনাকে মেসেজ লেখার আগে ও পরে(~`) চিহ্ন দিতে হবে।
- আর আপনি যদি চান আপনি লেখাটি একই সাথে দাগ টানা,italik,boldও ফাঁকা রাখতে তাহলে মেসেজ লেখার আগে(*~_“`) ও পরে(*~_“) চিহ্ন দিতে হবে।
- কিভাবে fonts keyboard অ্যাপটি ডাউনলোড করতে হয়।
- fonts keyboard অ্যাপটি দ্বারা ফন্ট পরিবর্তন করতে হলে নিচে দেয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
- প্রথমে আপনাকে যেকোনো ব্রাউসার ওপেন করতে হবে।
- তারপর সার্চ বার এ fonts keyboard app লিখে সার্চ করতে হবে।
- সার্চ করার পরে আপনাকে play.google.com এর সাইট এ ক্লিক করতে হবে।
- সাইট এ প্রবেশ করার পরে ইনস্টল এ ক্লিক করতে হবে।
তাছাড়া নিচে দেয়া লিংক থেকে অ্যাপটি সরাসরি ডাউনলোড করতে পারবেন।
https://play.google.com/store/apps/details?id=com.fontskeyboard.fonts
- কিভাবে fonts keyboard অ্যাপ এর মাধ্যমে ফন্ট পরিবর্তন করতে হবে।
- fonts keyboard অ্যাপ এর মাধ্যমে ফন্ট পরিবর্তন করতে হলে নিচের নির্দেশনা অনুসরণ করুন।
- প্রথমে আপনাকে fonts keyboard অ্যাপটি ওপেন করতে হবে।
- ওপেন হয়ে গেলে get start এ ক্লিক করুন।
- পরবর্তি ধাপ এ আপনি কীবোর্ড স্টাইল পছন্দ করুন।
- আপনার মোবাইল এর কীবোর্ড সেটিং অপসন এ যান।
- কীবোর্ড সিলেক্ট করে তা enable করুন।
- আপনি দেখতে পাবেন আপনার কীবোর্ড এর উপরে অনেক গুলো ফন্ট স্টাইল আছে।
আপনি আপনার মেসেজ লাইক আপনার পছন্দ মতো স্টাইল সিলেক্ট করে সেন্ড করুন দেখবেন আপনার ফন্ট স্টাইল আপনার পছন্দ মতো হয়ে গেছে।
আপনি যদি উপরে দেয়া নির্দেশনা ঠিক মতো অনুসরণ করেন তাহলে আপনি আপনার হোয়াটস আপ ফন্ট সহজেই পরিবর্তন করতে পারবেন।