ভূমিকম্পের ফলাফল ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়

বিসমিল্লাহি রহমানের রাহিম

সকল প্রশংসা মহান আল্লাহতালার

আসসালামু আলাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা

সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন আল্লাহ তায়ালার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি

আজ আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে

ভূমিকম্পের ফলাফল ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয় ।

ভূমিকম্পের প্রত্যক্ষ এবং পরােক্ষ ফল সম্বন্ধে নিচে আলােচনা করা হলাে । ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয় । কখনাে সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে ওঠে । আবার কখনাে স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায় । অনেক সময় নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায় । ভূমিকম্পের ঝাকুনিতে পর্বতগাত্র থেকে বৃহৎ বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতিসাধন করে । ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায় এবং পরক্ষণেই ভীষণ গর্জন সহকারে ১৫ – ২০ মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আছড়ে পড়ে । এ ধরনের জলােচ্ছ্বাসকে সুনামি বলে । ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভূকম্পনের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ইন্দোনেশিয়া , মালয়েশিয়া , শ্রীলংকা , থাইল্যান্ড , ভারত প্রভৃতি দেশে ব্যাপক জান – মালের ক্ষতি হয় । ভূমিকম্পের ফলে কখনাে উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয় । আবার কখনাে সমুদ্রের তলদেশের কোনাে স্থান উঁচু হয়ে সমুদ্রে দ্বীপের সৃষ্টি করে । ভূমিকম্পের ঝাকুনিতে ভূপৃষ্ঠে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে কুঁচকে ভাঁজের সৃষ্টি হয় । ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রােধ করে হ্রদের সৃষ্টি হয় । ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ ও মহামারিতে বহু প্রাণহানি ঘটে । ভূমিকম্পে রেলপথ , সড়কপথ , পাইপ লাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে । টেলিফোন লাইন , বিদ্যুৎ লাইন প্রভৃতি ছিড়ে যােগাযােগ বিচ্ছিন্ন হয়ে যায় । সমুদ্রের তলদেশে প্রবল । এছাড়াও অনেক সময় সুনামির সৃষ্টি হয় ।

ভূমিকম্প আমাদের অনেক ক্ষতি করে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়িঘর সব কিছুই ধ্বসিয়ে দেয় ভূমিকম্প

ভূমিকম্প তে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে মানুষ কোটিপতি থেকে পথে বসে যাচ্ছে ভূমিকম্পর ক্ষতির

আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কে

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আজকের পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আল্লাহ হাফেজ

Related Posts