ঝর্ণা নিয়ে ক্যাপশন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়। ঝর্ণা নিয়ে ক্যাপশন –

প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য ছড়িয়ে আছে আমাদের বাংলাদেশে।সুজলা সুফলা শস্য শ্যমলা আমাদের এই দেশে বিধাতা দুহাত ভরে সাজিয়েছেন।যেদিকে তাকাই চারদিকে সবুজের সমারোহ।একদিকে যেমন জলাভূমি,অন্যদিকে তেমনি বিস্তর মাঠ।একদিকে সমুদ্র ঠিক তেমনি অন্যদিকে বয়ে চলা আঁকাবাঁকা ঝর্ণা মুগ্ধ করবে যে কাউকে।

ঝর্না প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। শক্ত কঠিন পাহাড় থেকে ঘেসে আসা পানির ফোয়ারা মুগ্ধ করে সবাইকে।যে কেউ মুগ্ধ হয় এই সৌন্দর্যে। ঝর্ণার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কতশত কবি সাহিত্যিক যে কয়েক ধরণের সাহিত্য রচনা করেছেন তার অভাব নেই।ঝর্না প্রকৃতির এক অপরুপ দান।ঝর্ণার উৎপত্তি কোথায় তা কেউ বলতে পারেনা কিন্তু তার বিমুহিত প্রকৃতি পদত্ত পানির ফোহারা মুগ্ধ করে আমাদের সবাইকে।ঝর্ণা নিয়ে সকলের আগ্রহ কিংবা কৌতহলের অভাব নেই।তাই মানুষ ঝর্ণাকে উপভোগ করে এবং নানান ধরণের ক্যাপশন দেই এই সৌন্দর্যকে কেন্দ্র করে।তাই সেই জন্য ঝর্ণা নিয়ে
নানান ধরণের ক্যাপশানের অভাব নেই।নিচে ঝর্ণা নিয়ে ক্যাপশন তুলে ধরা হলোঃ

১.কিছু কান্না বুকে জমা থাকে শেষে পরিণত হয় ঝর্ণায়
২.কারা যানি বলতো পাখিরা কাঁদেনা
কান পেতে শুনেছো কখনো ঝর্ণার কান্না
৩.পাষাণ শরীর গলেছিল ঝর্ণা প্রাণের স্রোতে
সে ঝর্ণা আজ শুকিয়ে গেছে তীব্র আলোকপাতে
৪.আধাঁরে সে এক পূর্ণিমা চাঁদ তপ্ত পাষাণ ঝর্ণাধারা
মন ঝমুনার ঢেউ এর মতোন তপ্ত গতি লাহামছাড়া
৫.পাহাড় কাঁদে ঝর্ণা হয়ে তাই আঘাতের দাগ বাড়ে না
যারা আঘাত পায় নি কোনদিন তারা পাহাড় হতে পাড়ে না
৬.নিমজ্জমান এই আলোকধারা কাচের দেয়ালে কাটছে দাগ
পাহাড়ি স্বপ্নে ঝর্ণা ঝড়ে ফুলে ফুলে লেগে থাকে প্রেমের পরাগ

সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

8 Comments

মন্তব্য করুন