আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন সেই কামনায় ব্যক্ত করি সবসময়।
আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট খুব মারাত্মক প্রভাব বিস্তার করে আছে। ইন্টারনেট ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের এক মুহূর্ত কল্পনা করা দুষ্কর। আর সেই জন্য এখন প্রায় সবার ফোনে ফোনে ইন্টারনেট কানেকশন রয়েছে। এখনো ওয়াইফাই ঢালাওভাবে ব্যবহার করা না গেলেও ডাটা কানেকশান প্রায় সবারই ব্যবহার করে থাকে।
ইন্টারনেট এর সহজলভ্যতা এখন তাই সকলেই ইন্টারনেট ব্যবহারে আকৃষ্ট হচ্ছে। কিন্তু অনেক সময় আমাদের ডাটা কানেকশান সমস্যা কিভাবে এন্ড্রয়েড ফোনে ডাটা কানেকশান ও করা থাকলেও ,ফোনে পর্যাপ্ত মেগাবাইট থাকলেও ইন্টারনেট সংযোগ হয় না। তা নিয়ে সবসময় আমাদের বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়। আজ আমি দেখাবো কিভাবে এন্ড্রয়েড ফোনে ডাটা কানেকশান সমস্যা সমাধান করবো :
১.প্রথমে আপনার ফোনের ডাটা কানেকশান চালু রাখুন। নিশ্চিত হউন যে ডাটা কানেকশান চালু থাকা সত্ত্বেও আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশান চালু করা যাচ্ছে না।
২.তারপর আপনার এন্ড্রয়েড ফোনে সেটিং অপশনে যাবেন এবং সেখান থেকে মোবাইল নেটওয়ার্ক অপশনে প্রবেশ করুন।
৩.মোবাইল নেটওয়ার্ক অপশন থেকে APN সেটিং এ যাবেন এবং সেখান থেকে যে সিম দিয়ে নেট চালাবেন সেই সিমে প্রবেশ করুন।
৪.সেখানে আপনার নিউ APN সেট করতে হবে। তাই প্লাস চিহ্নতে (+) ক্লিক করুন।
৫.তারপর আপনি যে সিম দিয়ে নেট চালাতে চান সেই সিমে এর নাম এর পশে ওয়েব দিয়ে নিউ এপিএন সেট করুন।
৬.তারপর এপিএন বক্সে ছোট হাতের ইন্টারনেট লিখুন। কাজ শেষ হলে সেভ বাটনে ক্লিক করুন।
৭.তারপর যা ঠিক করেছেন তা এনাবেল করে দিন।
এইবার ফুলস্পিডে ইন্টরনেট চালান।
আশা করি এন্ডয়েড এর ইন্টারনেট ঝামেলা আর হবে না।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন