হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
আজকে আমি আপনাদের বলব আপনাদের ফোন থেকে যদি এক বছর আগেও কোন ছবি ডিলিট হয়ে থাকে তাহলে আপনি তা মাত্র এক মিনিটের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আবার আপনার ফোনে আপনি যদি ছয় মাস আগে ফোনটাকে রিসেট করে থাকেন এবং ছয় মাস পর যদি ছবিগুলো আনতে চান তাহলে কিন্তু এক বছরের ছবিগুলো পাবেন না মাত্র ছয় মাসেরই ছবিগুলা পাবেন।
এবং ছয় মাসের যে ছবিগুলো সেগুলো আপনি 100% ফিরিয়ে আনতে পারবেন। একদম ফুল HD তে ফিরিয়ে আনতে পারবেন তার জন্য পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা করার জন্য সর্বপ্রথম একটি অ্যাপস এর প্রয়োজন হবে সেই অ্যাপটি ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন।
অ্যাপসটি ডাউনলোড করে সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে কিছু পারমিশন চাইতে পারে সেগুলো আপনারা এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পর অ্যাপসটি লোডিং হবে তারপর কিছু অপশন আসতে পারে আপনারা সেগুলো ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে দিবেন।
তারপর আপনি ওপর থেকে চাইলে সিলেক্ট করতে পারেন যে আপনি কতো দিনের ছবি ফিরিয়ে আনতে চান 1 বছর 6 মাস এই ধরনের সিলেক্ট করতে পারবেন। আপনাদের ওখানে 12 মাস সিলেক্ট করা থাকবে। মানে হচ্ছে এক বছর সিলেট করা থাকবে তারপরে দেখবেন নিচে সার্চিং হবে মানে এক বছরের মধ্যে যে ছবিগুলো ডিলিট করা হয়েছে সেই ছবিগুলো সার্চ করা হবে এবং তারপরে দেখবেন সব ছবিগুলা চলে আসবে তারপর ঐখান থেকে ফোল্ডার ফোল্ডার আকারে শো করবে ওইখান থেকে আপনাদের বেছে নিতে হবে যে কোন ছবিটা আপনাদের প্রয়োজন সেই ছবিটি সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন রিস্টোর ইমেজ নামক অপশন আছে সেইটার উপর ক্লিক করে দিবেন তাহলে ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে। কোন কিছু বুঝতে সমস্যা হলে নিচের ছবিগুলো লক্ষ্য করুন ↓↓↓↓↓↓↓↓↓
তো বন্ধুরা এভাবেই মূলত আপনি এক বছর আগে ডিলেট হওয়া ছবি গুলো ফিরিয়ে আনবেন।
আজকে এখানেই শেষ করছি। আসসালামুয়ালাইকুম