দেখুন কিভাবে মেসেঞ্জারে যে কারো চ্যাট হাইড করবেন।

হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।

আজকে আমি আপনাদের দেখাবো আপনারা যে ম্যাসেঞ্জার ব্যবহার করেন সে মেসেঞ্জারে আপনারা কিভাবে আপনাদের যেকোন কারো চ্যাট হাইড করে ফেলতে পারবেন মাত্র এক ক্লিকে, তাই পুরো পোস্ট মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। আপনাদের মেসেঞ্জার থেকে আপনাদের যে কারো চ্যাট হাইড করার জন্য সর্বপ্রথম আপনার মেসেঞ্জার এপ্লিকেশনটা ওপেন করুন আপনাদের ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি লাগবে, অরিজিনাল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনার অ্যাকাউন্টে সাইন ইন করার পর আপনি যার চ্যাট হাইড করতে চান সেই আইডি টা আগে সিলেক্ট করুন, তারপর ডান থেকে বাম দিকে টান দিন তারপর দেখবেন তিনটা অপশন চলে আসবে।

সেখান থেকে আপনারা দেখবেন তিনটি দাগ দেওয়া বাটন আছে সেইটাতে ক্লিক করবেন তারপর Archive,দেখবেন চ্যাট হাইড হয়ে গেছে।

কোনো কিছু বুঝতে সমস্যা হলে নিচের ছবি গুলো লক্ষ্য করুন ↓↓↓↓↓↓↓↓

এখন চ্যাট্টি আনহাইড করার জন্য কি করতে হবে সর্বপ্রথম সার্চ বারে চলে যাবেন এবং যে আইডিটির চ্যাট হাইড করলেন সেই আইডিটা সার্চ করে খুঁজে বের করে তাকে মেসেজ করবেন আবার সেটা আনহাইড হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকের ট্রিকসটি এটাই ছিল আশা করি আজকের ট্রিকসটি আপনাদের ভাল লেগেছে।

তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আসসালামুআলাইকুম।

Related Posts

3 Comments

মন্তব্য করুন