নগদ একাউন্টের পিন রিসেট করার পদ্ধতি

আসসালামু আলাইকুম।

সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমার আজকের লেখায়। এতক্ষণে শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কি নিয়ে আলোচনা করবো। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ। জনপ্রিয় এই মোবাইল ব্যাংকিং একাউন্টের পিন নাম্বার আমার অনেক সময়ই ভুলে যাই।

তাই আজকে আলোচনা করবো নগদ একাউন্টের পিন নম্বর ভুলে গেলে কিভাবে পিন রিসেট করবেন তা নিয়ে। তাহলে শুরু করা যাক।

আমি স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি।

১. প্রথমে *167# নাম্বারে ডায়াল করুন।

২. এরপর ৮ নম্বর অপশনে দেখবেন লেখা আছে reset pin । তাই 8 লিখে সেন্ড করবেন।

৩. এরপর forgot pin এর জন্য 1 লিখে সেন্ড করবেন।

৪. এরপর আপনার কাছে জাতীয় পরিচয় পত্র নম্বর জানতে চাওয়া হবে । নগদ একাউন্ট খোলার সময় যে ভোটার আইডি কার্ড ব্যবহার করেছিলেন সেই জাতীয় পরিচয় পত্র নম্বর লিখে সেন্ড করুন।

৫. এরপর জন্মসাল জানতে চাওয়া হবে। জাতীয় পরিচয় পত্রে যেই জন্মসাল লেখা আছে তা লিখে সেন্ড করুন ।

৬. এরপর আপনার কাছে জানতে চাইবে গত 90 দিনের মধ্যে কোন লেনদেন করেছেন কিনা ।

যদি করে থাকেন তাহলে 1 লিখে সেন্ড করুন আর যদি না করে থাকেন তাহলে 2 লিখে সেন্ড করুন।

যদি 1 লিখে সেন্ড করে থাকেন সেক্ষেত্রে লেনদেনের ধরন জানতে চাইবে । আপনি কি লেনদেন করেছেন তা সিলেক্ট করবেন। সেন্ড মানি , ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পেমেন্ট , বিল পে হতে পারে।

এরপর আপনার লেনদেনের পরিমাণ জানতে চাওয়া হবে। টাকার পরিমাণ টি লিখে সেন্ড করবেন।

যদি সকল তথ্য সঠিক হয় তাহলে আপনার মোবাইলে এসএমএস আসবে।

৭. এরপর আপনি *167# ডায়াল করবেন। ডায়াল করে সেখানে আপনার নতুন পিন নম্বরটি দেবেন এবং সেন্ড করবেন।

এরপর আবারও নতুন পিন নম্বর দিয়ে কনফার্ম করবেন ।

এভাবেই আপনার নগদ একাউন্টের পিন রিসেট হয়ে গেল।

এরপর থেকে এই নতুন পিন নম্বরটি দিয়ে সব কিছু করতে পারবেন।

আশা করছি আমার আজকের এই লেখাটি আপনাদের কাছে ভালো লেগেছে । এতক্ষণ ধরে আমার লেখাটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Related Posts

13 Comments

মন্তব্য করুন