নতুন ইউটিউব চ্যানেল এর জন্য প্রয়োজনীয় সাবস্ক্রাইব ও ওয়াচটাইম নেওয়ার উপায়

নতুন ইউটিউবারদের জন্য সুখবরঃ
সুপ্রিয় নতুন চ্যানেল ওপেনকারী ইউটিউবার বন্ধু গণ। আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে হাজির হলাম। আশা করি যারা নিজের নতুন চ্যানেল এর জন্য ১০০০ সাবস্ক্রাইব এবং ৪০০০ঘন্টা ওয়াচটাইমের জন্য দুঃচিন্তায় ভুগছেন তাদের আর দুঃচিন্তা করতে হবে না।
আর হ্যাঁ এই বিষয়ে সমাধান দিতে পুনরায় হাজির হলাম আমার প্রিয় ব্লগসাইট গ্রাথরডটকম এ।
তো শুরু করা যাক এবার-
শুরুতে RJTecH কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর সিস্টেম উদ্ভাবন করার জন্য। যদি তারা এই পদ্ধতি সৃষ্টি করে না দিতেন তাহলে নতুন ইউটিউবার দের সহজে ইউটিউবের ১০০০সাবস্ক্রাইবার ও ৪০০০ঘন্টা ওয়াচটাইম অর্জন করা সহজ হত না।
বন্ধু গণ এর জন্য কি কি করতে হবে তা ধারাবাহিক ভাবে তুলে ধরছি।
এর জন্য সর্বপ্রথমে তাদের এ সংক্রান্ত ভিডিও টি দেখতে হবে। তারপর সে অনুযায়ী কাজ করে যেতে হবে।
এজন্য যারা সাবস্ক্রাইব নিতে ইচ্ছুক তাদেরকে নিম্নোক্ত একটি ফরম পূরন করতে হবে। ফরমটি নিচে দিয়ে দিলামঃ-
**আসসালামু আলাইকুম *
1: চ্যানেল নাম : Chand Online

2: চ্যানেল ভিডিও URL: https://youtu.be/MxpMuFVCQgs

3: আপনি আমার চ্যানেল এর ভিডিও ২ মিনিট এর বেশি দেখবেন – আর ভিডিও টা যে বিষয় এর উপর ভালো করে বুঝে আপনার মূল্যবান কমেন্ট করবেন।

আপনার কমেন্ট শেষ হলে #RJTecH লিখে আসবেন । তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার পোস্ট টা দেখে আসছেন ।

আর আমাকে হেল্প করার জন্য আমি ও আপনার চ্যানেল এর ভিডিও ২ মিনিট এর বেশি দেখে কমেন্ট + Subcribe করবো (কথা দিলাম )
ওপরের ১নং ও ২নং কলামের অংশ গুলো নিজ নিজ ভিডিও চ্যানেল এর নাম ও লিংক দিতে হবে। পরের অংশ গুলো সবার জন্য প্রযোজ্য।
আমি এবার কিভাবে সাবস্ক্রাইব ও ওয়াচ টাইম নিবেন ভিডিও তে দেখা অনুযায়ী ব্যাখ্যা করছি।
প্রথমে ফরমে থাকা ১নং ও ২নং কলামে নিজের চ্যানেল এর নাম ও চ্যানেল এর যেকোনো একটি ভিডিও লিংক দিয়ে পূরণ করবেন। তারপর #RJTecH চ্যানেল এ গিয়ে তাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন। তাদের গ্রুপে সদস্য হলে তাদের গ্রুপ রুল অনুসারে সাবস্ক্রাইব নিতে পারবেন। প্রয়োজনে যাবতীয় সাহায্য নিতে পারবেন গ্রুপের কাছ থেকে। তো আর বেশি না বলে এখানেই আজকের টপিকের ইতি টানছি।
আশা করছি আমার লেখা টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে যেন ভুল না হয়।
সবাই ভালো থাকুন। ধন্যবাদ।

Related Posts

9 Comments

মন্তব্য করুন